IPL Trophy Stat (Photo Credit: X@AaravMsd_07)

BCCI Revenue IPL: ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনার ফসল ঘরে তুলছে বিসিসিআই। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা BCCI-য়ের মোট ৯ হাজার ৭৪১ কোটি-রও বেশি আয় হয়েছে। বোর্ডের বিপুল এই আয়ের ৫৯ শতাংশই এসেছে আইপিএল থেকে। গত কয়েক বছর ধরেই বিসিসিআইয়ের মূল রোজগারের জায়গা হয়ে দাঁড়িয়েছে আইপিএল। তবে ক্রমশ আইপিএলই বোর্ডের আয়ের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে প্রাপ্ত আয় ৫৭৬১ কোটি টাকা। মাত্র দু মাসের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ থেকে BCCI-র রোজগার অনেকটাই ছাপিয়ে গেল টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক সিরিজকেও। প্রসঙ্গত, ২০২৩-২০২৭ সালের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ব ৪৮,৩৯০ কোটি টাকা (৬.২ মার্কিন ডলার) বিক্রি করেছে বিসিসিআই। ২০০৮ সাল থেকে আইপিএল শুরুর পর থেকেই বোর্ডের আয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

IPL-এ সম্প্রচার স্বত্ব বিক্রি করে রেকর্ড অর্থ রোজগার করেছে বোর্ড

ভারতীয় উপমহাদেশের জন্য টিভি সম্প্রচার স্বত্ব ২৩,৫৭৫ কোটি টাকায় (প্রায় ৩.০২ বিলিয়ন মার্কিন ডলার) বিক্রি করে নজির গড়েছে। এটি প্রতি ম্যাচে ৫৭.৫ কোটি টাকা। ভায়াকম১৮ ভারতীয় উপমহাদেশের জন্য ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব ২০,৫০০ কোটি টাকায় (প্রায় ২.৬৩ বিলিয়ন মার্কিন ডলার) অর্জন করেছে। টিভি স্বত্বে আইপিএলে প্রতি ম্যাচ থেকে বোর্ডের রোজগার হয় ৫০ কোটি টাকা। সেখানে ডিজিটাল স্বত্ব বিক্রি করে মোট ৯৮টি নির্বাচিত ম্যাচের (উদ্বোধনী ম্যাচ, প্লে-অফ, ফাইনাল এবং উইকেন্ডের ডাবল হেডার) মোট ৩,২৫৮ কোটি টাকায় আয় করেছে।  ডিজিটাল স্বত্বে আইপিএলে প্রতি ম্যাচ থেকে বোর্ডের রোজগার হয় ৩৩.২৪ কোটি টাকা।

আইপিএলে স্পন্সর, বিজ্ঞাপন থেকেও রেকর্ড লাভ হচ্ছে

২০২৪ সালের আইপিএল-এর স্পন্সরশিপ থেকে বোর্ডের মোট আয় হয়েছিল প্রায় ৯৯.৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৩০ কোটি টাকা)। মূল স্পন্সর সহ পাঁচটি প্রধান স্পন্সর থেকে এই আয় হয়। টাটা গ্রুপ ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পন্সরশিপ কিনেছে ২,৫০০ কোটি টাকায়। যা বছরে প্রায় ৫০০ কোটি টাকা (৬০.২ মিলিয়ন মার্কিন ডলার)।

এর পাশাপাশি আছে বিদেশী স্বত্বও আছে। রয়েছে মূল স্পন্সর, কো স্পন্সর। সেখানে টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক সূচিতে এত টাকা রোজগার করতে পারছে না বোর্ড।