লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর থেকে বার্সালোনায় সময়টা একেবারে খারাপ যাচ্ছে। রিয়াল মাদ্রিদ যখন আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব থেকে আর মাত্র একটা ধাপ দূরে, তখন বার্সায় কোচ বহিষ্কারের পালা। ক দিন আগে জাভি হার্নান্ডেজ (Xavi Hernandez) জানিয়েছিলে, আগামী মরসুমে তিনি আর বার্সায় কোচ হিসেবে থাকছেন না। এরপর বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা আলোচনায় বসে জাভি-কে থেকে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টা পর পুরো উল্টোপূরাণ। বার্সেলোনা সাফ জানিয়ে দেওয়া হল, জাভি আর আগামী মরসুমে কোচ হিসেবে থাকছেন না। জাভি নিজে পদত্যাগ করলেন না, তাঁকে তাড়ানো হল, সেটা পরিষ্কার হয়ে গেল। গত কয়েক বছর ধরেই বার্সায় ট্রফির আকাল। রিয়াল মাদ্রিদ-কে চ্যাম্পিয়ন্স লিগে টক্কর দিয়ে খেতাব জয় তো দূরে থাক, নক আউট রাউন্ডেই সুবিধা করতে পারে না বার্সা। কোচ হয়ে আসার পর তিন মরসুমের মধ্যে জাভি শুধুমাত্র একবার লা লিগা জিতেছেন।
চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি-র কাছে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে জিতেও, ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে ১-৪ গোলে হেরে বিদায় নেয় জাভি-র বার্সেলোনা। চলতি বছর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদের ধারেকাছে আসতে পারেনি জাভির দল। বার্সালোনা যেখানে ৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট পায়, লিগে হারে মাত্র ১টি-তে, সেখানে বার্সার পয়েন্ট মাত্র ৮২, ৫টি-তে হার।
দেখুন খবরটি
🚨 OFFICIAL: Barcelona statement confirm that Xavi Hernández has been fired. pic.twitter.com/8ClddJqxbb
— Fabrizio Romano (@FabrizioRomano) May 24, 2024
এবার জাভি-র জায়গায় লেওয়ানডস্কি, রাপিনহা, ফেলিক্স-দের বার্সার কোচ হিসেবে আসতে চলেছেন জার্মান হানসি ফ্লিক। ২০১৪ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মান দলে কোচ জোয়াকিম লো-র সহকারী ছিলেন ফ্লিক। পাশাপাশি তিনি ২০১৯ থেকে তিন বছর বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সফলতা পেয়েছিলেন।