Shakib Al Hasan. (Photo Credits: Twitter)

ঢাকা, ১ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়াকে ৪-১ উড়িয়ে দেওয়ার পর এবার বাংলাদেশের (Bangladesh National Cricket Team) সামনে নিউ জিল্যান্ড (New Zeland)। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেব সাকিব আল হাসান (Shakib Al Hasan) দের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সময়। সাকিবদের সামনে এবার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ব্যালেন্স সাইড কিউই দল। কেন উইলিয়ামসন, মার্টিন গুপ্তিল, ডেভন কোনওয়ে, গ্লেন ফিল্পিস সহ একাধিক কিউই তারকা পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে খেলছেন না। আরও পড়ুন: BCCI Domestic Season: এবার রঞ্জি ট্রফি নক আউট পর্ব কলকাতায়, শুরু নভেম্বরে

কেন উইলিয়ামসেনর অনুপস্থিতিতে দলকে নেতৃত্বে দেবেন টম লাথাম। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর কিউইদের পরাস্ত করতে মরিয়া সাকিব আল হাসান-রা।

কবে, কোথায় আয়োজিত হবে এই ম্যাচ

বাংলাদেশ-নিউ জিল্যান্ড পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলা, আজ বুধবার ১ সেপ্টেম্বর ঢাকার শের ঈ বাংলা ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে হবে এই ম্যাচ

টিভিতে কোথায় দেখবেন এই ম্যাচ

ভারতে কোনও টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না এই ম্যাচ। তবে বাংলাদেশে গাজি টিভিতে এই খেলা সরাসরি সম্প্রচারিত হবে।

তাহলে ভারতে কীভাবে দেখা যাবে এই খেলা

টিভিতে সম্প্রচারিত না হলেও ফ্যান কোড নামের এক অ্যাপের মাধ্যমে নামমাত্র সাবস্প্রিবশনে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি Rabbitholebd Sports ইউ টিউবের মাধ্যমে সরাসরি এই খেলা দেখা যাবে।