H.S Prannoy.(Photo Credits: Twitter)

বুধবার চিনের লু গুয়াং জু-র বিরুদ্ধে তিন গেমের জয় পেলেন এইচএস প্রণয় (HS Prannoy)। বিশ্বের ৯ নম্বর প্রণয় দৃষ্টান্তমূলক মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ৯০ মিনিট লড়াই করে ১৬তম স্থানে থাকা লুকে ১৭-২১, ২৩-২১, ২৩-২১ ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের লিন চুন-ইয়ের মুখোমুখি হবেন। একইসঙ্গে দু'বার অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুও (PV Sindhu) ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Championships) জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন। প্যারিস অলিম্পিকের আগে নিজের ফর্ম ফিরে পেতে মরিয়া সিন্ধুও প্রথম রাউন্ডের কঠিন ম্যাচে মালয়েশিয়ার ৩৩ নম্বর গোহ জিন ওয়েইকে ১৮-২১, ২১-১৪, ২১-১৯ ব্যবধানে পরাজিত করেন। সিন্ধু শেষবার সুদিরমান কাপে জিন ওয়েইয়ের কাছে হারলেও গতকাল তার তিনি জয় পেতে সক্ষম হন। সিন্ধুর পরের রাউন্ডে ম্যাচ রয়েছেন চিনের হান ইউয়ের বিরুদ্ধে। India's Thomas & Uber Cup 2024 Squad: থমাস কাপে ভারতীয় পুরুষ দলকে নেতৃত্ব দেবেন সাত্ত্বিক-চিরাগ, বাদ পড়লেন পিভি সিন্ধু

তবে অলিম্পিকগামী লক্ষ্য সেনের জন্য এটি ছিল কঠিন দিন, তিনি শীর্ষ বাছাই শি ইউ কির কাছে ১৯-২১, ১৫-২১ ব্যবধানে হেরে যান এবং কিদাম্বি শ্রীকান্ত ইন্দোনেশিয়ার অ্যান্টনি গিন্টিংয়ের কাছে ১৪-২১, ১৩-২১ ব্যবধানে হেরে যান। প্রতিভাবান প্রিয়াংশু রাজাওয়াতও  মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে ৩৯ মিনিটের লড়াইয়ে ৯-২১, ১৩-২১ ব্যবধানে হেরে যান। সপ্তম বাছাই চিনা জুটি লিউ ইউ চেন ও উ জুয়ান ই-র কাছে ২১-২৩, ২১-১৯, ২৪-২৬ ব্যবধানে হেরে যান অর্জুন ও ধ্রুব কপিলাও।