করাচি, ১৫ মার্চ: দু বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে অধিনায়কোচিত ইনিংস খেলছেন বাবর। টেস্টে বাবরের এটি ষষ্ঠ সেঞ্চুরি। তবে ম্যাচ বাঁচাতে হলে পাকিস্তানকে এখনও দেড় দিনেরও বেশি সময় ব্যাট করে যেতে হবে। আর জিততে এখনও চাই ৩১৪ রান, হাতে ৮ উইকেট। রাওয়ালপিন্ডিতে পাটা পিচে প্রথম টেস্ট ঘুমপাড়ানি ড্র হওয়ার পর, করাচিতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৫৫৬ রান করে ডিক্লেয়ার দিয়েছিল। তখন মনে হচ্ছিল একেবারে পাটা পিচে রাওয়ালিপিন্ডির মত করাচিতেও ড্র হবে।
কিন্তু সবাইকে চমকে গতকাল পাকিস্তানের ইনিংস ১৪৮ রানে গুঁটিয়ে চমকে দেয় অজিরা। যে পিচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ১৮৯ ওভার ব্যাট করেছিলেন, সেখানে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ৫৩ ওভারে।
দেখুন টুইট
A sixth Test century for Babar Azam 👏
What a knock!
Watch #PAKvAUS live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | https://t.co/lcSa2OQeEL pic.twitter.com/gpMV2SlJi3
— ICC (@ICC) March 15, 2022
এরপর বাবরদের ফলো অন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২ উইকেটে ৯৭ রান করে ডিক্লেয়ার করে। চতুর্থ ইনিংসে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৫০৫ রান এই শর্তে নেমেছে পাকিস্তান। নিশ্চিত হারের মুখে আবদুল্ল শাফিককে নিয়ে লড়ছেন বাবর।
অস্ট্রেলিয়া- ৫৫৬/৯ (ডিক্লেয়ার), ৯৭/২ (ডিক্লেয়ার)
পাকিস্তান-১৪৮, ১৯২/২ (খেলা চলছে)