Football. (Photo Credits: Getty Images)

বাকু, ৭ সেপ্টেম্বর: ২০২২ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জনের ( FIFA World Cup 2022 Qualifiers) পর্বের ম্যাচে ইউরোপিয়ান জোনে আজ মুখোমুখি পর্তুগাল (Portugal)-আজারবাইজান (Azerbaijan)। অ্যাওয়ে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই আজ নামতে হবে পর্তুগালকে। গ্রুপ এ-তে এই ম্যাচ খুবই গুরত্বপূর্ণ। কারণ পাঁচ দলের এই গ্রুপে প্রথম লেগ শেষে এখন সার্বিয়া আর পর্তুগাল সমসংখ্যাক পয়েন্টে দাঁড়িয়ে।

গ্রুপ থেকে একটাই দল সরাসরি কাতারের টিকিট পাবে। তাই এখান থেকে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। দুটি দলই ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেলেও গোল পার্থ্যক্যে রোনাল্ডোদের থেকে এগিয়ে গ্রুপে শীর্ষে আছে সার্বিয়া। অন্যদিকে, চার ম্যাচ খেলে একটাও

জিততে না পারা আজারাইজান সবার শেষে।

৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লুক্সেমবার্গ গ্রুপে তিন নম্বরে, আর এই গ্রুপ থেকে বিশ্বকাপে ওঠার আশা কার্যত শেষ আয়ারল্যান্ড (১) ও আজারবাইজান (১)-এর। আরও পড়ুন: মার্কিনীদের লজ্জা দিয়ে ইউএস ওপেনের শেষ আটে নোভাক জকোভিচ, চারে চারের গৌরব আর তিনে তিনের দূরত্বে

প্রথম লেগে পর্তুগাল ঘরের মাঠে আত্মঘাতী গোলে আজারাইজানকে ১-০ গোলে হারিয়েছিল। সেটাই ছিল ইউরো জোনে ২০২২ ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক পর্বের প্রথম ম্যাচ। আজকের পর পর্তুগাল যোগ্যতাপর্বে গ্রুপ লিগের ম্যাচে তিনটি খেলা

খেলবে। লুক্সেমবার্গ (১২ অক্টোবর), আয়ারল্যান্ড (১১ নভেম্বর), সার্বিয়া (১৪ নভেম্বর)।

কবে কোথায় পর্তুগাল-আজারবাইজান ম্যাচ আয়োজিত হবে?

আজ, মঙ্গলবার ভারতীয় সময় ১২.১৫টায় আজারবাইজানের বাকু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ

ভারতে ফিফা বিশ্বকাপ ও কোয়ালিফিকেশনের সম্প্রচার সত্ত্ব আছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে। এই ম্যাচ ভারতে রাত ১২.১৫টা থেকে সরাসরি যাবে টেন টু এসডি/এইচি চ্যানেলে।

অনলাইনে বা কোন ওটিটিতে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

সোনি পিকচার্স নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ সরাসরি দেখা যাবে এই ম্যাচ।

কারা এগিয়ে

পর্তুগাল ধারেভারে অনেকটা এগিয়ে। ফিফা Ranking-এ আজারাইবাইজান যেখানে ১১০-এ, সেখানে পর্তুগাল ফুটবল বিশ্বের প্রথম সারির দেশ। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে পর্তুগালের সঙ্গে আজারবাইজানের ফারাক কি