নিউ ইয়র্ক, ৭ সেপ্টেম্বর: ইউএস ওপেনে (US Open tennis 2021) পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। মানে আর তিনটে ম্যাচ জিতলেই বছরের চারটে গ্র্যান্ডস্লামে জেতার বিরল নজির গড়বেন সার্বিয়ান মহতারকা। পাশাপাশি রজার ফেডেরার (Rodger Federer) ও রাফায়েল নাদাল (Rafel Nadal) কে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম গড়ার রেকর্ডটাও গড়ে ফেলবেন জোকার।
সোমবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচ নোভাক জকোভিচ হারালেন ১-৬, ৬-৩, ৬-২, ৬-২ হারালেন আমেরিকার জেনসন ব্রোকসবাইকে। জেনসনই ছিল চলতি ইউ এস ওপেন সিঙ্গলসে টিকে থাকা একমাত্র মার্কিন প্রতিনিধি। জকোভিচের কাছে জেনসনের হারে মার্কিন টেনিস মহালজ্জার সামনে পড়ল। এই প্রথম ইউএস ওপেন টেনিস সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে কোনও মার্কিন টেনিস খেলোয়াড় থাকবেন না। আরও পড়ুন: কোলনে টিউমার, হাসপাতালে ভর্তি কিংবদন্তী ফুটবলার পেলে
কোয়ার্টার ফাইনালে জকোভিচ খেলবেন ইতালির মাত্তেও বারেত্তেনির বিরুদ্ধে। ক মাস আগেই উইম্বলডনের ফাইনালে এই বারেত্তিনির বিরুদ্ধেই খেলে খেতাব জিতেছিলেন জকোভিচ। জকোভিচের পাশাপাশি পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দু নম্বর বাছাই রাশিয়ার ড্যানিয়েল মেদভেদভ ও টোকিও অলিম্পিকে সোনা জয়ী জার্মানির আলেকজান্দার জেভরভ।