Indore: Australian Women Cricketers Molested. (Photo Credits:X)

Australian Women Cricketers Molested: ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানি ও হেনস্থার মুখে পড়া দেশের দুই মহিলা ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে বিবৃতি জারি করল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডে। Austraian Women Cricketers Stalked, Molested মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ, অশালীনভাবে স্পর্শও করে এক স্থানীয় ব্যক্তি। গত বৃহস্পতিবার ইন্দোরের খাজরানা রোড এলাকায় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে। দুই খেলোয়াড় হোটেল থেকে কাছের এক ক্যাফের দিকে হাঁটছিলেন। এরপর কালো মোটরবাইকে চেপে অভিযুক্ত যুবক অস্ট্রেলিয়া মহিলা দলের দুই ক্রিকেটারকে অনুসরণ করে। পরে তাঁদের মধ্যে একজনের হাতে ও পিঠে অশালীনভাবে স্পর্শ করে এবং হিন্দিতে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলে অভিযোগ।

অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল ও স্থানীয় প্রশাসন ঘটনাটির নিন্দা জানিয়েছে এবং খেলোয়াড়দের নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়,"দেশের দুই খেলোয়াড় নিরাপদ আছেন এবং ইন্দোর পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।” খেলোয়াড়দের নাম গোপন রাখা হয়েছে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে। দ্রুত অপরাধীকে ধরার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-র পক্ষ থেকে মধ্যপ্রদেশ পুলিশের প্রশংসা করে বলা হয়েছে।

দেখুন খবরটি

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর সকালে, অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দুই দিন আগে। খেলোয়াড়েরা সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী মোবাইলের SOS অ্যালার্ম চালু করেন ও টিম ম্যানেজমেন্টকে জানান। স্থানীয় এক দোকানদার অভিযুক্তের বাইকের নম্বর নোট করেন, যা পরে তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অভিযুক্তের নাম আকিল খান (বয়স ২৮), ইন্দোরের পারদেশিপুরা এলাকার বাসিন্দা এবং একটি খাবার সরবরাহকারী অ্যাপের কর্মচারী। তার বিরুদ্ধে আগেও দুটি হয়রানির মামলা ছিল। সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে ২৪ অক্টোবর রাতে গ্রেফতার করা হয়। ইন্দোর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিমানি মিশ্রার নেতৃত্বে পুলিশ ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৭৪ (অশালীন আচরণ) ও ৭৮ (অনুসরণ বা স্টকিং)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়।

দেখুন খবরটি

ঘটনার জেরে অস্ট্রেলিয়ান মহিলা দলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সশস্ত্র প্রহরী ও মহিলা অফিসারদের মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে দল নির্ধারিত সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অংশ নেয়। ইন্দোর পুলিশ কমিশনার রাকেশ কুমার জানিয়েছেন,"অভিযুক্তের মোটরবাইক ও মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ চলছে। দ্রুত বিচারের জন্য মহিলা সেল বিশেষ নজরদারি করছে।"