দুনিয়ার অষ্টম ও অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ক্রিকেটে পাঁচশোটি উইকেটের মালিক হলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লিঁয় (Nathan Lyon)। রবিবার পারথে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ফাহিম আশরাফকে আউট করে পাঁচশো উইকেটের মাইলস্টোন গড়েন ৩৬ বছরের নিউ সাউথ ওয়েলশের অফ স্পিনার। তাঁর কেরিয়ারের ১২৩ তম টেস্টে খেলে লিঁয় মোট ৫০১টি উইকেট নিলেন। কেরিয়ারের বেশীরভাগ টেস্ট পেস সহায়ক সবুজ পিচে খেলেও বড় মাইলস্টোন গড়লেন তারকা এই অজি স্পিনার।
টানা ১০০টি টেস্ট খেলার নিজর গড়া লিঁয়-র আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১১ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শেন ওয়ার্নের অনুপস্থিতিতে তখন অজি ক্রিকেটে শূন্যতা তৈরি হয়েছে। লিঁয় সেই যে গল থেকে ব্যাগি গ্রিন পরে খেলা শুরু করলেন, এখনও সেই স্বপ্নের সফর চলছে। শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)-র পর অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচশো উইকেটের মালিক হলেন লিঁয়। সব ঠিকঠাক থাকলে ম্যাকগ্রা-র ৫৬৩টি টেস্ট উইকেটের নজিরও ভেঙে ফেলবেন লিঁয়। আরও পড়ুন-বাবর আজমরা অল আউট ৮৯, পারথে মহালজ্জার ৩৬০ রানে হার পাকিস্তানের
টেস্ট ক্রিকেটে পাঁচশোর বেশী উইকেট নেওয়া বোলাররা
১) মুত্তিয়া মুরলীধরন (শ্রীলঙ্কা): ৮০০টি উইকেট (১৩৩টি টেস্ট খেলে)
২) শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৭০৮ টি উইকেট (১৪৫টি টেস্ট খেলে)
৩) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): ৬৯০*টি উইকেট (১৮৩টি টেস্ট খেলে)
৪)অনিল কুম্বলে (ভারত): ৬১৯ টি উইকেট (১৩২টি টেস্ট খেলে)
৫) স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড): ৬০৮ টি উইকেট (১৬৭টি টেস্ট খেলে)
৬) গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া): ৫৬৩ টি উইকেট (১২৪টি টেস্ট খেলে)
৭) কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ): ৫১৯ টি উইকেট (১৩২টি টেস্ট খেলে)
৮)ন্যাথান লিঁয় (অস্ট্রেলিয়া): ৫০১* টি উইকেট (১২৩টি টেস্ট খেলে)
৫০০ উইকেটে মাইলস্টোন থেকে আর মাত্র ১১টি উইকেট দূরে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।