আজ থেকে শুরু মরশুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মিশনে নামছেন ইতালিয়ান তারকা।মেয়েদের এককেও টানা তৃতীয় মুকুট ধরে রাখার আশা আরিনা সাবালেংকার। বেলারুশ তারকার বাধা হতে পারেন যুক্তরাষ্ট্রের কোকো গফ কিংবা এলেনা রিবাকিনা।
তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে এক অনন্য দৃশ্য। টেনিস কোর্টে একে অন্যের প্রতিপক্ষ হয়ে বহুবার দাঁড়িয়েছেন নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে। এবার দুজন কাঁধে কাঁধ মিলিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। মেলবোর্ন পার্কে আজ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের কোচ হয়ে ডাগ আউটে থাকছেন মারে। গত কিছুদিন ব্রিটিশ তারকার অধীনেই অনুশীলন করেছেন ২৪ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।বছরের প্রথম গ্র্যান্ড স্লামে সার্বিয়ান তারকার বড় প্রতিদ্বন্দ্বী র্যাংকিংয়ের শীর্ষ দুই তারকা ইয়ানিক সিনার ও আলেক্সান্ডার জভেরেভ এবং স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে গত আসরে মুকুট জেতা সিনার এবারও ফেভারিট। বয়স ৩৭ পেরোলেও টেনিস কোর্টে এখনো ক্ষুধা কমেনি জোকোভিচের। লড়াইটা যে জমজমাট হতে চলেছে, সেটা আগেই আঁচ পাওয়া যাচ্ছে।
২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনে অন্যান্য দেশের মত প্রতিনিধিত্ব করবে ভারত। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নামবেন এটিপি ক্রমতালিকায় ৯৬ নম্বরে থাকা ভারতীয় তারকা সুমিত নাগাল। আর প্রথম ম্য়াচেই নাগালের প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বের ২৬ নম্বর টেনিস তারকা চেক প্রজাতন্ত্রের টমাস মাচাক। উল্লেখ্য়, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন সুমিত নাগাল। অন্যদিকে মেলবোর্নে গ্র্যান্ড স্লামে অভিষেক হবে ঋত্বিক বলিপাল্লি-র। ভারতের স্কোয়াডে তার সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ খেলোয়াড় রোহান বোপান্না, ইউকি ভামব্রি এবং শ্রীরাম বালাজি। রোহান বোপান্না ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছিলেন পুরুষদের ডাবলস, সেই শিরোপা রক্ষা করতে মেলবোর্নে নামবেন তিনি।
The 2025 @AustralianOpen campaign 'Hits Different' just dropped!
🎾 Jan. 11-26 | Daily, live #AusOpen matches | ESPN, ESPN2 & @ESPNDeportes
🎾 Every match will be live & on-demand on ESPN+
More: https://t.co/VAdAIfQe36 | @ESPNMusic pic.twitter.com/WBUEJxGD7g
— ESPN PR (@ESPNPR) January 7, 2025