
AUS vs SA WTC Final 2025: আগামী বুধবার থেকে লর্ডসে আয়োজন হতে চলেছে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (ICC World Test Championship Final 2025) আসর। টেস্টের বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia) ও প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা (South Africa)। তার আগে আজ, রবিবার লর্ডসের ব্যালকনিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের (WTC 2025) ট্রফি হাতে ফোটো সেশনে দেখা গেল দুই দেশের অধিনায়ক প্য়াট কামিন্স (Pat Cummins) ও তেম্বা বাভুমা (Temba Bavuma)-কে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাস ও বিপক্ষকে নিয়ে সমীহ ধরা পড়ল দুই দলের অধিনায়কের গলায়। গত সাতটি টেস্টে অপরাজিত থেকে ফাইনালে নামছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দুরন্ত ফর্মে আছেন।
২৭ বছর পর আইসিসি ট্রফি জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে
২০২৩ থেকে ২০২৫-র মধ্যে বিশ্বের টেস্ট খেলিয়ে দেশগুলিকে নিয়ে হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলির ফলের ভিত্তিতে পয়েন্টের বিচারে প্রথম স্থানে থেকে ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। আর এবার লিগ তালিকায় দ্বিতীয় হয়ে পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অজিরা। তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স আর দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করবেন তেম্বা বাভুমা। গতবার ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল কামিন্সের অস্ট্রেলয়া। কামিন্সের নেতৃত্বে ক্যাঙারুর দেশ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও সহ অধিনায়ক হিসেবে ২০২১ টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন কামিন্স।
বাভুমার কাঁধে বড় দায়িত্ব
অন্যদিকে, বাভুমার নেতৃত্বে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে বিশ্বকাপ জেতা হয়নি বাভুমাদের। দীর্ঘ ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি জয়ের হাতছানি বাভুমাদের। ১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে বারবার ফেভারিট হয়ে নেমেও কাপ জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার।
লর্ডসের ব্যালকনিতে দুই অধিনায়ক- বাভুমা, কামিন্স
Temba Bavuma vs Pat Cummins photoshoot ahead of WTC Final! pic.twitter.com/SmvRW4mx7x
— movie lover (@sathish08795444) June 8, 2025
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ-
উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বেউ ওয়েবস্টার, আলেক্স কারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিঁয়, জোশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-
আইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটকিপার), টনি দি জরজি, তেম্বা বাভুমা (অধিনায়ক), কেইল ভেররেয়ানে, কোরবিন বোস, উইয়ান মুলদার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনগিদি লুঙ্গি।
টেস্টে দুই দলের মুখোমুখির রেকর্ড-
মোট টেস্ট: ১০১
অস্ট্রেলিয়া জয়ী: ৫৪
দক্ষিণ আফ্রিকা জয়ী: ২৬
দুই দলের মধ্যে ড্র: ২১
শেষ দশটি টেস্টে-
অস্ট্রেলিয়া জয়ী: ৫
দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪
ড্র: ১
আইসিসি টেস্ট ব়্য়াঙ্কিং
অস্ট্রেলিয়া: ১
দক্ষিণ আফ্রিকা: ৩
টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে ফাইনাল খেলাটি?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে সরাসরি দেখা যাবে খেলাটি।
ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলাটি?
জিও হটস্টারের মাধ্যমে সরাসরি মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার, ল্য়াপটপ, স্মার্ট টিভিতে সরাসরি দেখা বিনামূল্যে দেখা যাবে খেলাটি।
ভারতীয় সময় কখন শুরু হবে খেলা?
১১ জুন, বুধবার থেকে ভারতীয় সময় দুপুর তিনটি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।