Asian Games 2023 Men's Volleyball: চিনের হাংঝৌতে এশিয়ান গেমসে ভলিবল কোর্টে অঘটনের ধারা অব্যাহত রাখল ভারতীয় পুরুষ ভলিবল দল। হাংঝৌতে রাউন্ড ১২-র ম্যাচে তাদের চেয়ে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপেকে হারাল ভিনিত কুমারের দল।
পুরুষদের ভলিবলে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৭৩ নম্বরে থাকা ভারত ২৫-২২, ২৫-২২, ২৫-২১ হারাল ৪৩ নম্বর স্থানে থাকে চাইনিজ তাইপেকে। অপ্রতিরোধ্য দেখাল ভারতীয় দল।
এবার কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে এশিয়ান ভলিবলের সবচেয়ে শক্তিধর জাপান। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ও দু বারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ভারতীয় পুরুষ ভলিবল দলের সেমিফাইনালে ওঠার ম্যাচটি হবে রবিবার। ভারত যেখানে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৭৩ নম্বর, সেখানে জাপান পাঁচে। পুরুষদের ভলিবলে জাপান হল বিশ্ব ভলিবলের সুপার পাওয়ার দেশ। ভারত সেখানে পঞ্চম সারির দেশ বলা যায়। গ্রুপের ম্যাচে কাম্বোডিয়া এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে রাউন্ড-১২-র নক আউট রাউন্ডে উঠেছিল ভারত। প্রসঙ্গত, পুরুষদের ভলিবলে ভারতের চেয়ে বিশ্ব ব্যাঙ্কিংয়ে এগিয়ে পাকিস্তান (৫১) ও বাংলাদেশ (৭২)