Indian men's Kabaddi team

মহিলাদের পর ভারতের কবাডির পুরুষ দলও চলতি এশিয়ান গেমসের ফাইনালে উঠল। ঠিক যেমনটা হয়েছে ক্রিকেটে। শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে ০-৪ পিছিয়ে থেকে ভারতীয় পুরুষ কবাডি হকি দল শেষ পর্যন্ত জিতল ৬১-১৪। ভারতের উচ্চ মানের কবাডির আক্রমণ, রক্ষণ, টেকনিকের সামনে পাকিস্তান দলকে রীতিমত অপেশাদার দেখাল। খেলা যত এগিয়েছে, ততই এই সেমিফাইনাল ম্যাচটা ডেভিড বনাম গোলিয়াথ দেখিয়েছে। খেলার শেষের দিকে পাকিস্তানের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল, ম্যাচ শেষ হলে তাঁরা বেঁচে যান। শেষ অবধি একেবারে বড় ব্যবধানে জিতে অষ্টমবার এশিয়ান গেমসে পুরুষদের কবাডির ফাইনালে উঠল ভারত। যেখান এবার নিয়ে এশিয়াডে পুরুষদের কবাডি মোট ৯ বার খেলা হচ্ছে। প্রসঙ্গত, গ্রপের চারটে ম্যাচেই অনায়াসে জিতে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষ দল। কাল, শনিবার সোনা জেতার ম্যাচে ভারতের সামনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি গতবারের সোনা জয়ী ইরান বনাম চাইনিজ তাইপের মধ্যে জয়ী দল।

১৯৯০ বেজিং এশিয়াড থেকে পুরুষদের কবাডির খেলা হচ্ছে। টানা সাতটা এশিয়াডে কবাড়িতে সোনা জেতার পর ২০১৮ এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে সেমিফাইনালে অপ্রত্য়াশিতভাবে হেরে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

দেখুন ছবিতে

এর আগে ভারতীয় মহিলা কবাডি দল সেমিফাইনালে নেপালকে ৬১-১৭ হারিয়ে সোনা জেতার ম্যাচে উঠেছিল। গতবারের সোনা জয়ী তথা এবারের হট ফেভারিট ইরানকে হারিয়ে মহিলাদের কবাডিতে ভারতের সামনে চিন। ২০১০ গোয়াংঝৌ এশিয়াড থেকে মহিলাদের কবাডির খেলা হচ্ছে। টানা দুটি এশিয়াডে মহিলাদের কবাডিতে সোনা জেতার পর, গতবার জাকার্তা এশিয়াডের ফাইনালে ইরানের কাছে হেরেছিল ভারতীয় মহিলা দল।

কবাডি খেলায় ভারতের একাধিপত্য একেবারে শুরু থেকেই। বিশ্বকাপ থেকে এশিয়াড-ভারত মানেই কবাডিতে সোনা। একটা এশিয়াডে সেটা ব্যতিক্রম হওয়ার পর আবার সোনার ম্যাচে ভারতীয় কবাডি। এদিকে, পুরুষদের সিঙ্গলসের ব্যাডমিন্টনে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতলেন ভারতের এইচএস প্রণয়।