Gulveer Singh. (File Photo/SAI Media)

Asian Athletics Championships 2025: দক্ষিণ কোরিয়ার গুমিতে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম সোনার পদকটি জিতলেন গুলবীর সিং (Gulveer Singh)। মঙ্গলবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন উত্তর প্রদেশের আলিগড়ের ২৬ বছরের অ্যাথলিট। ব্য়াঙ্ককে ২০২৩ এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গুলবীর ব্রোঞ্জে জিতেছিলেন। এদিন গুলবীর ১০ হাজার মিটার দৌড় শেষ করতে গুলবীর সময় নিলেন ২৮ মিনিট ৩৮.৬৪ সেকেন্ড।

এদিন এই বিভাগে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হল ভারতের সাওয়ান বারওয়ালের। মাত্র ৪ সেকেন্ডের জন্য সারওয়ানকে টপকে ব্রোঞ্জ জেতেন বাহারিনের আলবার্ট কিবিজি রোপ। গুলবীরের পিছনে দৌড় শেষ করে রুপো জেতেন জাপানের মেবুকি সুজুকি।

গুলবীরের সোনা

এখনও পর্যন্ত ভারত চলতি এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকায় শীর্ষে থাকা চিন এর মধ্যেই জিতে ফেলেছে ৫টি সোনা, ২টি রুপো। তবে চিনের পর ভারতই চলতি এশিয়ান জিতে ফেলেছে। ২০ কিলোমিটার রেসওয়াক বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের সেরভিন সেবাস্তিয়ান।

গত এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত ৬টি সহ মোট ২৭টি পদক জিতেছিল। পদক তালিকায় তিন নম্বরে শেষ করেছিল ভারত।