Kuldeep Yadav Shines. (Photo Credits:X)

India vs Pakistan Asia Cup Final: একেবারে বড় ধসে ফাইনালে মুখথুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। একটা সময় মনে হচ্ছিল দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ২০০ রানের বেশি করে ফেলতে পারে পাকিস্তান। পাক ওপেনার সাহিবজাদা ফারাহনা অনবদ্য খেলছিলেন। কিন্তু ১ উইকেটে ১১৩ রান থেকে পাকিস্তানের ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ হয়ে গেল। পাকিস্তানের শেষ ৯টি উইকেট পড়ল ৩৩ রানের মধ্যে। ৩৮ বলের মধ্যে পাকিস্তানের ইনিংস তাসের ঘরের মত ভাঙল। সাতজন পাক ব্যাটার এক অঙ্কের রান করে আউট হন। এশিয়া কাপ জিততে হলে টিম ইন্ডিয়াকে এখন মাত্র ১৪৭ রান করলেই হবে। টি-২০ ক্রিকেটে দুবাইয়ে এই পিচে সূর্যকুমার যাদবদের এই রানটা তুলতে সমস্যা হওয়ার কথা নয. অথচ এদিন একটা সময় পাকিস্তানের স্কোর ছিল ৫৮ বলে বিনা উইকেটে ৮৪ রান। বরুণ চক্রবর্তীর বলে ৩৮ বলে ৫৭ রান করে আউট হন ওপেনার ফারহান। এরপর অপর ওপেনার ফকহর জামান তৃতীয় উইকেটে ভাল পার্টনারশিপ করার চেষ্টা করছিলেন সাইম আয়ুবকে নিয়ে। আয়ুব (১৪)-কে ফেরানোর পরউ কুলদীপ এরপর পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামান।

বুমরার সেলিব্রেশন

কুলদীপকে দারুণ সঙ্গত দেন বরুণ, অক্ষর প্য়াটেল

কুলদীপকে দারুণ সঙ্গ দেন দলের বাকি দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। আয়ুবের আউটের পর পরপর আউট হন মহম্মদ হ্যারিস (০), ফকহর জামান (৪৬), সলমন আঘা (৮), হাসান তালাত (১), মহম্মদ নওয়াজ (৬)-র মত মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা আউট হয়ে যান। টেলেন্ডার হিসাবে নেমে শাহিন শাহ আফ্রিদি (০), ফাহিম আশরাফ (৯), হ্যারিস রউফ (৬)-রাও রান পাননি। কুলদীপ ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমররা ২টি করে উইকেট নেন। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটাররা কুলদীপের বলে পুরোপুরি দিশাহারা হয়ে যান।

ওপেনিং জুটিতে পাকিস্তান করেছিল ৫৪ বলে ৮৪ রান

কুলদীপ আউট করেন- সায়িম আয়ুব, সলমন আঘা, শাহিদ আফ্রিদি ও ফাহিম আশরাফকে। পাকিস্তানের দুই ওপেনারকে ফেরানে বরুণ চক্রবর্তী। অক্ষর প্যাটেলের বলে আউট হন মহম্মদ হ্যারিস ও হুসেন তালাত-কে। ১৯ বলের মধ্যে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের সব ব্য়াটারদের আউটটাই জয়-পরাজয়ে বড় ব্যবধানে গড়ে দিতে পারে। গত ১৪ সেপ্টেম্বর এই দুবাইয়েই গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছিলেন কুলদীপ। ইংল্যান্ড সফরের পুরোটা রিজার্ভ বেঞ্চে বসা থাকার জেদটা পাকিস্তানের বিরুদ্ধে উগড়ে দিলেন কুলদীপ।