গতবারের মত এবারও অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। শনিবার রড লেভার এরিনায় ফাইনালে চিনের ঝেং কুইনউইন-কে স্ট্রেট সেটে ৬-৩,৬-২ হারিয়ে তাঁর দ্বিতীয় সিঙ্গলস গ্র্যান্ডস্লাম খেতাবটি জিতলেন বেলারুশের ২৫ বছরের সুন্দরী টেনিস খেলোয়াড়। পুরো টুর্নামেন্টের মতই ফাইনালের চিনের তারকা ঝেম কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ বের করে ফেললেন সাবালেঙ্কা। এবার অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কা কোনও সেট না হারিয়েই চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন। প্রথম রাউন্ড থেকে ফাইনাল-সাতটা ম্যাচে তার ধারেকাছে পৌঁছতে পারলেন না প্রতিপক্ষরা।
২০১৮ সালে সাবালেঙ্কা যখন প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসেন, তখন তাঁকে এক স্থানীয় সাংবাদিক তার দেশকে নিয়ে জানতে চান। অনেকেই সাবালেঙ্কার দেশ বেলারুশকে রাশিয়া বলে ভুল করেন, সেই সাংবাদিকও তাই করেছিলেন। সেই সাংবাদিকের লেখা পড়ে পরদিন তাঁকে দেখতে সাবালেঙ্কা ভুল শুধরে বলেছিলেন, আমার দেশের নাম বেলারুশ, রাশিয়া নয়। যদি ভুলে যাও, তাহলে বেলা চাও গানটার কথা মনে পড়বে। তখন থেকেই তাকে দেখতে অনেকে 'বেলা চাও' গানটি করেন।
দেখুন ভিডিয়ো
BACK-TO-BACK! 🇧🇾🏆
Aryna Sabalenka defeats Qinwen Zheng to win the #AusOpen without dropping a set the entire tournament 🤯 pic.twitter.com/ZCWoiQF2yF
— Eurosport (@eurosport) January 27, 2024
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এলেনা রায়বাকিনাকে হারিয়ে তাঁর কেরিয়ার প্রথম গ্র্যান্ডস্লাম খেতাবটি জিতেছিলেন সাবলেঙ্কা। সিঙ্গলসের মত ডবলসেও অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব আছে তাঁর। গত বছর সেপ্টেম্বরে WTA ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাবালেঙ্কা।