লাহোর, ১৩ অগাস্ট: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা জিতে ইতিহাস গড়া পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম (Arshad Nadeem) তাঁর দেশে বীরের মর্যাদা পাচ্ছেন। ব্যক্তিগত বিভাগ ও অ্যাথলেটিক্সে অলিম্পিকে দেশের ইতিহাসের প্রথম সোনা জয়ী আর্শাদ-কে দেশের মানুষ যার যা সামর্থ্য তাই দিচ্ছেন। প্রশাসনিক কর্তা, রাজনীতিবিদরাও তাঁকে পুরস্কারে ভরিয়ে দিচ্ছেন। এবার আর্শাদ নাদিম-কে ১০ কোটি পাকিস্তানী রুপির হোন্ডা সিভিক গাড়ি উপহার দিলেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা নওয়াজ শরিফের কন্যা মরিয়াম শরিফ।
সোনাজয়ী আর্শাদকে উপহার দেওয়া মরিয়ামের গাড়ির নম্বর প্লেট 'PAK-9297'। কারণ প্যারিস অলিম্পিকে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুঁড়ে সোনা জেতেন আর্শাদ। তাই মহাসাফল্যের সেই প্রতীকী ৯২৯৭ নম্বরটাই আর্শাদের গাড়িতে দিলেন নওয়াজ শরিফ কন্যা। আরও পড়ুন- পরিবারের জন্য স্বপ্নের গাড়ি কিনলেন মহম্মদ সিরাজ, ছবিসহ শেয়ার করলেন আবেগঘন পোস্ট
দেখুন ভিডিয়ো
In addition to 100 million PKR, Arshad Nadeem also received the keys to a brand new Honda Civic with the registration number PAK-9297 from the CM Punjab Maryam Nawaz 🔥😍 pic.twitter.com/KpAX1lTMP0
— iffi (@iffiViews) August 13, 2024
জামাই দেশকে অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত বিভাগে প্রথমবার সোনার পদক এনে দিয়েছে। আর সেই খুশিতে পাকিস্তানের অলিম্পিক সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে মহিষ উপহার দিলেন তার শ্বশুর। মহিষের দুধ খেয়ে জামাইয়ের আরও শক্তি বাড়বে, এই জন্যই এমন উপহার বলে নাদিমের শ্বশুরবাড়ি থেকে বলা হল। অ্য়াথলেটিক্সে অলিম্পিকে প্রথম সোনা জয়ী আর্শাদকে নিয়ে মেতেছে গোটা পাকিস্তান। আর্শাদ যেখানেই যাচ্ছেন দেশের লোকেরা তার সঙ্গে ছবি তুলতে চাইছেন, অটোগ্রাফ চাইছেন। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী এক ব্যবসায়ী আর্শাদকে একটি গাড়ি উপহার দিলেন। রোজই আর্শাদকে তাঁর দেশের লোকেরা কিছু না কিছু উপহার দিচ্ছেন।
প্য়ারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া-কে হারিয়ে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম।