লন্ডন, ২৮ এপ্রিল: নর্থ লন্ডন ডার্বিতে ম্যাচের ৩৮ মিনিটের মধ্যেই তিন গোলে এগিয়ে রবিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে সহজ জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু ৬৪ মিনিটে রোমেরো ও ৮৭ মিনিটে সনের পেনান্টি গোলে ২-৩ ব্যবধান কমিয়ে খেলা জমিয়ে দিয়েছিল টটেনহ্যাম। শেষ পর্যন্ত অবশ্য মিকেল আর্তেতার দল ৩-২ জিতে প্রিমিয়র লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল।
৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট পেয়ে এখনও আর্সেনাল পয়েন্ট তালিকায় শীর্ষে। কিন্তু ৭৬ পয়েন্ট পাওয়া গত তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলেছে ৩৩টি ম্য়াচ। ফলে সিটি তাদের পরবর্তী দুটি ম্যাচে জিতলেই আর্সেনালের থেকে তিন পয়েন্টে এগিয়ে যাবে। প্রতিটি দল যেখানে ৩৮টি করে ম্যাচ খেলবে।
দেখুন ভিডিয়ো
The Arsenal squad celebrate the North London derby win with the away fans inside the Tottenham Hotspur Stadium. ❤️🔥
🎥 @SkySportsPL pic.twitter.com/HZubooc9cB
— afcstuff (@afcstuff) April 28, 2024
প্রিমিয়র লিগে আর্সেনালের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে বর্নেমাউথ (৪ মে), ম্যানচেস্টার ইউনাইটেড (১২ মে) ও এভার্টন ( ১৯ মে)-র বিরুদ্ধে। শেষ তিনটি ম্যাচে আর্তেতার দলকে তো জিততেই হবে, সঙ্গে আশা করতে হবে সিটি তাদের পরবর্তী পাঁচটা ম্যাচে যেন অন্তত পাঁচ পয়েন্ট নষ্ট করে। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া লিভারপুলের খেতাব জেতার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে।