বুদাপেস্ট, ১৯ জুন: ইউরো কাপে গ্রুপ অফ ডেথের সমীকরণ আরও জমে গেল। হাঙ্গেরির কাছে প্রথমে গোল খেয়ে ১-১ ড্র করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জার্মানির কাছে জয়ের পর হাঙ্গেরির কাছে ফ্রান্স ড্র করায়, গ্রুপ অফ ডেথ থেকে নক আউটে যাওয়ার লড়াই জমে গেল।পর্তুগালকে ৮৪ মিনিট গোলশূন্যে আটকে রাখার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল সহ তিন গোলে হারা হাঙ্গেরি নিজের দেশের মাটিতে খেলতে নেমে যাবতীয় শক্তি উজাড় করে দেয়। প্রথমার্ধের একেবারে শেষের দিকে ইনজুরি টাইমে হাঙ্গেরিকে এগিয়ে দেন আত্তিলা ফিওলা। বিরতির পর গোল খাওয়া বিশ্বচ্যাম্পিয়নরা ঝাঁপিয়ে পড়ে। আরও পড়ুন: ইউরোয় আজ ট্রিপল ধামাকা, ফ্রান্সের সামনে নকআউট নিশ্চিতের হাতছানি, জার্মানদের বিরুদ্ধে নামছেন রোনাল্ডো
ম্যাচের ৬৬ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে ফ্রান্স। জার্মানির বিরুদ্ধে আত্মঘাতী গোলে জেতা বিশ্বজয়ী দলের এটাই এবারের ইউরোর প্রথম গোল। ম্যাচে সমতায় ফেরার পর অনেক চেষ্টা করেও পুসকাস স্টেডিয়ামে হাঙ্গেরির ডিফেন্স ভাঙতে পারেননি পোগবা-কন্তেদের বিশ্বচ্যাম্পিয়ন দল।
গ্রুপ থেকে সরাসরি দুটি দল নক আউট উঠবে। ফ্রান্সকে নক আউটে উঠতে হলে শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতে হবে ফ্রান্সকে। ফ্রান্স ২টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট, হাঙ্গেরি দুটি ম্যাচ খেলে ১ পয়েন্ট সংগ্রহ করছে। এই গ্রুপের অন্য ম্যাচে একটু পরেই পর্তুগাল নামবে জার্মানির বিরুদ্ধে। এই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্স খেলবে পর্তুগালের বিরুদ্ধে, আর জার্মানি খেলবে হাঙ্গেরির বিরুদ্ধে।