Euro 2020 Day 9 Schedule: ইউরোয় আজ ট্রিপল ধামাকা, ফ্রান্সের সামনে নকআউট নিশ্চিতের হাতছানি, জার্মানদের বিরুদ্ধে নামছেন রোনাল্ডো
ইউরো ২০২০ ট্রফি (Photo Credits : Getty Images)

আজ, শনিবার ইউরো কাপে তিনটি দারুণ ম্যাচ। তার মধ্যে দিনের প্রথম দুটো ম্যাচ গ্রুপ অফ ডেথের। আর সবারই জানা কথা গ্রুপ অফ ডেথের খেলা মানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ দিনের প্রথম খেলায়, ভারতীয় সময় সাড়ে ৬টায় ফ্রান্স মুখোমুখি হাঙ্গেরির। প্রথম ম্যাচে জামার্নদের হারিয়ে নক আউট পর্বের দিকে এক পা বাড়িয়ে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এই গ্রুপে খাতায় কলমে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ হাঙ্গেরির বিরুদ্ধে জিততে মরিয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঙ্গেরি প্রথম ম্যাচে ০-৩ গোলে পর্তুগালের কাছে হারের পর এই ম্যাচ তাদের কাছে ডু অর ডাই। আরও পড়ুন: এবারের ইউরো কাপের ক্রীড়াসূচি ভারতীয় সময় অনুসারে, ফ্রি পিডিএফ ডাউনলোড

ভারতীয় সময় রাতে সাড়ে ৯টায় জার্মানির মুখোমুখি পর্তুগাল। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ৪-০ গোলে পর্তুগালকে হারিয়ে অভিযান শুরু করেছিল জার্মানি। সেবার বিশ্বকাপ জেতে জার্মানি। আর জার্মানির কাছে ০-৪ হারের ধাক্কায় গ্রুপ লিগ থেকেই বিদায় নেন রোনাল্ডোরা। এরপর কেটে গিয়েছে সাতটা বছর। এর মধ্যেই রোনাল্ডোরা প্রথমবার জিতেছেন ইউরো কাপ। বিশ্ব ফুটবলে বড় সুপার পাওয়ারের তকমা পেয়েছে পর্তুগাল।

সেখানে জার্মানরা ২০১৪ বিশ্বকাপের পর ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে জার্মানদের ওঠা নিয়ে প্রাথমিক সন্দেহ তৈরি হয়েছে। সেই আবহেই আজ রোনাল্ডো বনাম জার্মান ম্যাচ। রোনাল্ডোরা জিতলেই নকআউটে উঠে যাবেন। হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে টগবগে হয়ে নামছেন রোনাল্ডো। অন্যদিকে, আত্মঘাতী গোলে হেরে জার্মানরা মানসিকভাবে কিছুটা পিছিয়ে শুরু করছেন। অবশ্য রোনাল্ডোদের সেখানেই ভয়, কারণ কোণঠাসা জার্মানরা যে কোনও কিছুতেই কতটা হিংস্র, মরিয়া, লড়াকু সেটা তো সব সময় প্রমাণ হয়েছে। দিনের তৃতীয় খেলায়, ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় নামছে স্পেন। প্রথম ম্যাচে সুইডেনের কাছে গোলশূন্য অবস্থায় আটকে যাওয়ার পর স্পেন আজ নামছে পোল্যান্ডের বিরুদ্ধে। সেই পোল্যান্ড ১-২ গোলে প্রথম ম্যাচে হেরে যায় স্লোভাকিয়ার বিরুদ্ধে।