টোকিও, ১ অগাস্ট: টোকিওয় নোভাক জকোভিচের মঞ্চে সোনা জিতলেন জার্মানির আলেকজান্দার জেভেরেভ (Alexander Zverev)। ফাইনালে রাশিয়ার কারেন খাচেনোভকে ৬-৩, ৬-১ হারিয়ে সোনা জিতলেন জেভরেভ। ইউএস ওপেনের ফাইনালে খেললেও এখনও পর্যন্ত গ্র্যান্ডস্লাম না জেতা জেভেরভ দেশকে এনে দিলেন অলিম্পক সোনা। সেমিফাইনালে এই জেভেরেভের কাছেই হেরে গিয়েছিলেন নোভাক জোকভিচ। যে জকোভিচ চলতি বছর গ্র্যান্ডস্লামে কোনও ম্যাচ হারেননি। সেই জোকারকে হারিয়েই চমকে দিয়েছিলেন জেভরেভ। আজ তাঁকে জিততে কোনও পরিশ্রম করতে হল না। ২০১৬ রিও অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। ২০১২-তেও মারে সোনা জিতেছিলেন। ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন স্পেনের রাফায়েল নাদাল।
GOLD!
Alexander Zverev easily beats Karen Khachanov 6-3, 6-1 to win his biggest title in #Tokyo2020 pic.twitter.com/99jJnESLve
— José Morgado (@josemorgado) August 1, 2021
অলিম্পিক টেনিসে পুরুষদের সিঙ্গলসে এই প্রথম সোনা জিতলেন কোনও জার্মান খেলোয়াড়। এর আগে ১৯৯২ বার্সালোনে অলিম্পিকে পুরুষদের ডবলসে সোনা জিতেছিলেন জার্মানির বরিস বেকার-মাইকেল স্টিচ জুটি। তবে পুরুষদের সিঙ্গলসে এই প্রথম পোডিয়ামে বাজল জার্মান জাতীয় সঙ্গীত। ১৯৮৮ সিওল অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন পশ্চিম জার্মানির হয়ে নামা স্টেফি গ্রাফ। স্টেফিই ছিলেন দেশের প্রথম অলিম্পিক সোনা জয়ী টেনিস খেলোয়াড়। এবার সেই তালিকায় যোগ হল জেভরেভের নাম। অলিম্পিকে সোনা জয়ের পর এবার নিশ্চই গ্র্যান্ডস্লাম জয়ের জন্য ঝাঁপাবেন জেভরেভ।
#Tennis : Men's Singles:
Alexander Zverev wins GOLD medal; beats Karen Khachanov 6-3, 6-1 in Final.
Earlier he had defeated Djokovic in Semis.
Zverev becomes first German male Tennis player to win an Olympic Gold medal in Singles. #Tokyo2020 #Toky2020withIndia_AllSports pic.twitter.com/pV34wdpIVl
— India_AllSports (@India_AllSports) August 1, 2021
প্রসঙ্গত, চলতি অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসে সোনা জেতেন সুইজারল্যান্ডের বেলিন্দা বেনিচ।