Cristiano Ronaldo . (Photo Credits: X)

অপ্রতিরোধ্য ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁকে ঠায় বসে থাকতে হয়েছিল রিজার্ভ বেঞ্চে। আর এই মরসুমে তারকা খচিত সৌদি আরব লিগে নেমে মাঠে যেন ফুল ফোটাচ্ছেন আল নাসেরের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুরন্ত ফর্ম নিয়ে রোনাল্ডা এবার নামছেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার রোনাল্ডো আজ, সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তাদের পঞ্চম ম্যাচে নামছেন ইরানের চ্যাম্পিয়ন ক্লাব পেরসেপোলিসের বিরুদ্ধে। সৌদির মাঠে ধারেভারে অনেকটা এগিয়ে থেকে ইরানের পেরসেপোলিসের বিরুদ্ধে চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৪টি ম্যাচের ৪টিতে জিতে ইতিমধ্যেই নক আউটে পৌছে গিয়েছেন রোনাল্ডো। ফর্ম ও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া আল নাসের।

কবে, কোথায় আয়োজিত হবে আল নাসের বনাম পেরসেপোলিসের মধ্যে ম্যাচ

আজ, সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আওয়াল পার্ক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ।

ভারতীয় সময় কটা থেকে শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় রাত সাড়ে ১১টা থেকে খেলা শুরু হবে

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দেখানোর স্বত্ত্ব কিনেছে স্পোর্টস ১৮ চ্যানেল। রিলায়েন্সের এই টিভি চ্য়ানেলেই সরাসরি দেখানো হবে খেলা।

ভারতে অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ভারতে 'ফ্যান কোড' (FanCode App) অ্যাপে নির্দিষ্ট সাবস্প্রিশনের ভিত্তিতে সরাসরি দেখা যাবে খেলা।