Akash Deep: এজবাস্টন টেস্টে (Edgbaston Test) জয়ের দোরগড়ায় টিম ইন্ডিয়া (Team India)। ENG vs IND 2nd test আর মাত্র ৪টি উইকেট তুলে নিলেই ইংল্য়ান্ডে পাঁচ টেস্টের সিরিজে সমতায় ফিরবেন শুভমন গিলরা। আউট হয়ে গিয়েছেন হ্য়ারি ব্রুক, ওলি পোপ, বেন স্টোকসরা। খেলার এখনও ৬০ ওভারের মত খেলা বাকি আছে। সব ঠিক থাকলে দ্বিতীয় সেশনেই এজবাস্টন টেস্টে জিততে চলেছে ভারত। জশপ্রীত বুমরার জায়গায় খেলতে নেমে আকাশদীপ খেলা ঘুরিয়ে দিচ্ছেন। রবিবার শেষ দিনের খেলার শুরুতে তুমুল বৃষ্টিতে ভারতীয়দের হৃদয় ভঙ্গ করেছিল। সে কী বৃষ্টি। বৃষ্টির তোড়ে চারিদিকে নেমেছিল আঁধার। দিনের খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কায় ভারতীয়দের মনখারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টি থেমে শেষ পর্যন্ত ঘণ্টা দেড়েক পর শুরু হয় খেলা। লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ১৫৩ রানে ৬ উইকেট। গতকালে স্টোকসদের স্কোর ছিল ৩ উইকেটে ৭২ রান। আজ, রবিবার প্রথম সেশনে ইংল্যান্ডের ৩ উইকেট পড়ল, যোগ হল ৮১ রান। আকাশদীপ এদিন দুটি উইকেট নিয়েছেন, সুন্দর । আকাশদীপ দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৪টি উইকেট নিয়ে আগুন ঝরাচ্ছেন।
দুরন্ত বোলিং আকাশদীপের
নষ্ট হয় ১০ ওভারের খেলা। বৃষ্টি বিঘ্নিত দিনে ৮০ ওভারের মধ্যে টিম ইন্ডিয়াকে তুলতে হত ইংল্যান্ডের ৭টি উইকেট। প্রথম সেশনে আকাশদীপ, ওয়াশিংটনরা বড় কাজটা সেরে নিলেন। টিম ইন্ডিয়ার কাছে এখনও ৬০ ওভারের মত হাতে আছে, ইংল্য়ান্ডের চাই এখনও ৪৫৫ রান।
দেখুন কীভাবে ব্রুককে বোল্ড করলেন আকাশদীপ
One wicket leads to another! 🙌🏻
Akash Deep is on 🔥 as he traps #HarryBrook in front & half of the English side is back in the hut! 👊🏻
1-1 on the cards? 𝙮𝙚𝙝 𝙨𝙚𝙚𝙠𝙝𝙣𝙚 𝙣𝙖𝙝𝙞 𝙨𝙚𝙚𝙠𝙝𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙝𝙖𝙞! 👊🏻😎#ENGvIND 👉 2nd TEST, Day 5 | LIVE NOW on #JioHotstar… pic.twitter.com/FdMUwYxChf
— Star Sports (@StarSportsIndia) July 6, 2025
দেখুন সুন্দরের বলে কীভাবে এলবি হলেন স্টোকস
SUNDAR GETS THE BIG FISH, WHAT A MASSIVE TURN-AROUND 🤯 pic.twitter.com/tKYz2C3sU1
— Johns. (@CricCrazyJohns) July 6, 2025
জয় আর পরাজয়ের মাঝে এখন শুধু স্মিথ
এজবাস্টন টেস্টের শেষ দিনে লাঞ্চের আগে পর্যন্ত ৩টি উইকেট তুলে নিয়েছেন আকাশদীপরা। দুরন্ত ডেলিভারিতে ওলি পোপ (২৪)-কে বোল্ড, তারপরের ওভারেই হ্য়ারি ব্রুক (২৩)-কে এলবি করে দেন আকাশদীপ। বাঙলার পেসারার আগুনে ৩ উইকেটে ৮০ থেকে ৫ উইকেটে ৮৩ হয়ে যায় ইংল্য়ান্ড। এরপর অধিনায়ক বেন স্টোকস ও উইকেটকিপার-ব্যাটার জ্যামি স্মিথ প্রতিরোধ গড়েন। কিন্তু লাঞ্চের ঠিক আগে স্টোকস (৩৩)-কে এলবি আউট করে দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন ওয়াশিংটন সুন্দর। এই প্রথম চলতি টেস্টে উইকেট পেলেন ভারতীয় স্পিনার-রা। ৩২ রানে ক্রিজে রয়েছে স্মিথ। তিনি প্রথম ইনিংসে ১৮৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। স্মিথের সঙ্গে ব্যাট করতে নামবেন অলরাউন্ডার ক্রিস ওকস। এরপরেই টেলেন্ডারদের পালা-ব্রাইডন কার্সে, জোশ টাঙ ও শোয়েব বাশির