Akash Deep: এজবাস্টন টেস্টে ভারতের ৩৩৬ রানের ঐতিহাসিক জয়ের পিছনে তিনি বড় কারিগর। প্রথম ইনিংসে ৪টি আর দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট তুলে নিয়ে বাংলা থেকে জাতীয় দলে খেলা পেসার আকাশদীপের বোলিং সবাইকে মুগ্ধ করেছে। অধিবায়ক ইনিংসের ডবল সেঞ্চুরি ও সেঞ্চুরি ইনিংসের নজিরের মতই আকাশদীপের দশ উইকেটের স্পেলটাই এজবাস্টনের মাটিতে টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট জয় এনে দিতে সাহায্য করল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেকে নেওয়া হল আকাশদীপ-কে। আবেগতাড়িত কণ্ঠে আকাশদীপ জানালেন, তিনি তার এই পারফরম্য়ান্স তার ক্যান্সার আক্রান্ত বোনকে উৎসর্গ করছেন। গত ২ মাস ধরে তার বোন ক্যান্সারে খুব কষ্ট পাচ্ছেন বলে আকাশদীপ জানান। তবে এখন তাঁর অবস্থা ভাল ও স্থিতিশীল বলে ২৮ বছরের তারকা পেসার জানিয়েছেন। ভগবানের কাছে সবাই জানো তার বোনের দ্রুত সুস্থ হওয়ার জন্য কামনা করেন, এমন কথাও বলেছেন আকাশদীপ।
প্রথমবার ইংল্যান্ডে খেলতে নেমেই দশ উইকেট
জীবনের অষ্টম টেস্টে খেলতে নেমে এই প্রথম ইনিংসে পাঁচটা ও ম্যাচে দশটা উইকেট পেলেন বিহারের দেহরির বাসিন্দা পেসার। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাঁচিতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট হয়েছিল তাঁর। আরও পড়ুন- আকাশ প্রদীপ জ্বেলে এজবাস্টনে নজির গড়া জয় গিলদের, সমতায় ফিরে এবার লর্ডসে নামবে টিম ইন্ডিয়া
ক্যান্সার আক্রান্ত বোনকে উতসর্গ আকাশদীপের
AKASH DEEP DEDICATED THE PERFORMANCE TO HIS SISTER 🥹❤️
- His Sister is suffering from Cancer in last 2 months, now she is doing well & stable but she has suffered a lot in last 2 months so dedicating the performance to her. pic.twitter.com/lWJv05gMCS
— Johns. (@CricCrazyJohns) July 6, 2025
প্রথম ইনিংসে ৮৮ রানে ৪টি, দ্বিতীয়টিতে ৯৯ রানে ৬ উইকেট নিলেন আকাশদীপ
জশপ্রীত বুমরার জায়গায় খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন আকাশদীপ। সীমিত ওভারের ক্রিকেটে সফল আর্শদীপ সিংকে না নিয়ে, অধিনায়ক শুভমন গিল-কোচ গৌতম গম্বীর আকাশদীপের ওপর ভরসা রেখেছিলেন। আর সাম্প্রতিক কালে বিশ্ব ক্রিকেটের সেরা বোলিং স্পেলটা এজবাস্টনে করলেন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেটের আগুনে স্পেলে আকাশদীপ আউট করেন বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ও ব্রাইডন কার্সেকে। তার মধ্যে ডাকেট, রুটকে বিশ্বমানের বলে বোল্ড করেন। এদিন হ্যারি ব্রুককে এলবি করে দেন। আর প্রথম ইনিংসে ৮৮ রানে ৪ উইকেটের স্পেলে আকাশদীপ আউট করেন বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক ও ওলি পোপ-কে। ব্রুক-স্মিথের রেকর্ড ৩০৩ রানের পার্টনারশিপটা আকাশদীপই ভেঙেছিলেন।