Ajit Agarkar, Rohit Sharma. (Photo Credits:X)

Ajit Agarkar on Rohit Sharma: ভারতীয় ক্রিকেটে রোহিত যুগের অবসান। অস্ট্রেলিয়া সিরিজের ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। ক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অধিনায়ক রোহিত অস্ট্রেলিয়ায় খেলবেন সাধারণ ক্রিকেটার হিসাবে। ২০২৭ বিশ্বকাপে রোহিত ও বিরাট কোহলিকে যে অটোমেটিক চয়েস থাকছেন না সে কথাটাও আবেভাবে বুঝিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। দেশকে ৫৬টি ওয়ানডে-তে নেতৃত্ব দিয়ে ৭৫ শতাংশ ম্যাচে জেতানো অধিনায়ক রোহিতের থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে কপিবুক কথাই সাংবাদিক সম্মেলনে বললেন আগরকর। রোহিতকে ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে সরানো সহজ ছিল না, এমন কথা স্বীকার করে নিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। "

কেন গিলকে নেতৃত্বে

আগরকরের কথায়, বোর্ড ভবিষ্যতের কথা ভেবে শুভমন গিলকে দায়িত্ব দিতে চেয়েছে, যাতে ২০২৭ বিশ্বকাপের আগে যথেষ্ট সময় হাতে পান এই তরুণ ক্রিকেটার। আগরকর পরিষ্কার করে দিয়েছেন, গিলকে ২০২৭ বিশ্বকাপের কথা ভেবেই নেতৃত্বে আনা হয়েছে। আগরকর এদিন দাবি করলেন, "রোহিত শর্মা ও বিরাট কোহলি- দুজনেই ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।"

দেখুন অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টি-২০ স্কোয়াড

আগরকরের দাবি

অস্ট্রেলিয়ায় আগরকর বলেন, "শুভমন দীর্ঘদিন ধরেই ওয়ানডে-তে সহ অধিনায়কের দায়িত্ব পালন করছে। একে অস্ট্রেলিয়ায় ওয়ানডে-তে অধিনায়ক করার সিদ্ধান্তটা শুধু ইংল্যান্ড সিরিজের ওপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত নয়। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনাতেই ওকে নেতৃত্বে আনা হয়েছে।”এরপর আগরকর বলেন, "সব সময় তো সহ-অধিনায়কই যে অধিনায়ক হয় তেমনটা না। তবে ইংল্যান্ড সফরে ও যে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে, তাতে আমরা খুবই আশাবাদী।"একসময় আমাদের ভাবতেই হবে ২০২৭ বিশ্বকাপের কথা।"এছাড়াও তিনি জানিয়েছেন, "রোহিত আর বিরাট দু’জনেই এখনও ২০২৭ বিশ্বকাপে খেলার ব্যাপারে স্পষ্ট কোনও প্রতিশ্রুতি দেননি।"জাদেজার বাদ পড়া প্রসঙ্গে আগরকের সাফ কথা, দুজন বাঁ হাতি স্পিনারকে অস্ট্রেলিয়ায় নেওয়া যেত না। তাই ওকে স্কোয়াডে রাখা সম্ভব হল না। তবে ও যে ধরনের ক্রিকেটার, তাতে সব সময় আমাদের বিবেচনার মধ্যে থাকবে।"

টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে রোহিত শর্মার তিনটি বড় সাফল্য

১) ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল।

২) ২০২৪ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

৩) ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।