নয়া দিল্লি, ২ অক্টোবর: একটা সময় তিনি ছিলেন ভারতীয় দলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় ফিনিশার। আজহারউদ্দিনের ভারতের অজয় জাদেজা (Ajaj Jadeja) ছিলেন ম্যাচ উইনার। ভারতের প্রাক্তন ক্রিকেটার সেই অজয় জাদেজাকে আসন্ন বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে দেখা যাবে। ভারতের মাটিতে ভাল ফল করতে মরিয়া রশিদ খানদের সাহায্য করতে মেন্টর হিসেবে জাদেজাকে নিয়োগ করা হল বলে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে। আফগান দলের কোচ হিসেবে আছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার জনাথন ট্রট। ট্রট-জাদেজা জুটি রশিদদের কতটা সাহায্য করতে পারেন সেটাই দেখার। সেমিফাইনালে ওঠার দাবিদার না হলেও রাউন্ড রবিন লিগে বেশ কিছু অঘটন ঘটানোর ক্ষমতা আছে আফগানদের। নিজেদের দিনে রশিদরা যে কোনও বড় দলকে হারানোর ক্ষমতা রাখেন তা অতীতে বারবার প্রমাণ হয়েছে।
ভারতের হয়ে ১৯৬টি ওয়ানডে ক্রিকেটে বছর আটেক খেলে ৫৩৫৯ রান করেন জাদেজা। ১৯৯৬ বিশ্বকাপে বেশ কিছু ভাল ইনিংস তিনি খেলছিলেন। ব্যাটের পাশাপাশি বলের হাতটাও বেশ কার্যকরী ছিল তাঁর। ভারতের পিচে বিশ্বকাপে জাদেজার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান আফগানরা।
দেখুন ছবিতে
Ajay Jadeja appointed as Afghanistan's mentor for the ICC Cricket World Cup 2023. pic.twitter.com/tdTzn9km8F
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 2, 2023
এবার বিশ্বকাপে হাসমাতুল্লা শাহিদির নেতৃত্বে বিশ্বকাপে নামছে আফগানিস্তান। এশিয়া কাপে গ্রুপের দুটি ম্যাচে হেরে শুরুতেই বিদায় নিয়েছিলেন রশিদরা। আরও পড়ুন-হকিতে পাকিস্তানকে দশের পর বাংলাদেশকে ডজন গোলে হারাল ভারত, ৫৮ গোল দিয়ে সেমিতে হরমনপ্রীতরা
আফগানিস্তান এর আগে কখনও বিশ্বকাপের নক আউট রাউন্ডে উঠতে পারেনি। আগামী ৭ অক্টোবর ধরমশালায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাবুলিওয়ালার দেশ। এরপর রশিদরা ১১ অক্টোবর, দিল্লিতে খেলবেন ভারতের বিরুদ্ধে।