বিশ্বের ফুটবল প্রেমীদের জন বর্ণময় উপহার নিয়ে এল সার্চ ইঞ্জিন গুগল৷ ডুডলের মাধ্যমে সেই উপহার প্রদর্শিত হল৷ সেখানে দেখা যাচ্ছে একটা ফুটবল স্টেডিয়াম যার চারদিকে ঘিরে রয়েছে বহু আবাসন৷ আর মাঠের মধ্যে একজন রেফারি, একটি বাঁশি ও একটি হাওয়া কল৷ এই বর্ণময় স্টেডিয়াম দেখে আপনার চোখ পড়েত বাধ্য ইউরো কাপ ২০২০-র (UEFA Euro 2020) সময়সূচির দিকে৷ এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দেশকেই গুডলাক উইশ করেছে গুগলের ডুডল৷ আজ ১১ জুন শুরু হচ্ছে ইউরো কাপ টুর্নামেন্টে৷ মুকোমুখি দুই দেশ হল তুরস্ক ও ইটালি৷ রোমের স্টাডিও অলিম্পিক স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ৷ এ, বি, সি, ডি, ই, এফ, এই ছটি গ্রুপে দলগুলিকে ভাগ করে টুর্নামেন্ট হবে৷ আরও পড়ুন-West Bengal Weather Update: ভরা কোটালের গেরো, গঙ্গায় জলোচ্ছাসের পাশাপাশি বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা
৬০ বছর ধরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে৷ এই প্রথম টুর্নামেন্টে অংশ নিল ১১টি দেশ৷ সবমিলিয়ে ৫১টি ম্যাচ হবে৷ গত বছরই ইউরো কাপ ২০২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ তবে বিশ্বজুড়ে করোনার প্রাবল্যে তা স্থগিত হয়ে যায়৷ সাধারণত চার বছর অন্তর অন্তর ইউরো ২০২০ টুর্নামেন্ট হয়৷ এই ম্যাচে খুব অল্পসংখ্যক লোক থাকে৷ যদিও জনগণের উপর থেকে মাস্ক পরার যে বিধিনিষেধ তা তুলে নিয়েছে ডেনমার্ক৷ কোপেন হেগেন যেমন ১৬ হাজারের পরিবর্তে ২৫ হাজার জমায়েতের অনুমতি দিয়েছে৷
উল্লেখ্য ইউরো ২০২০ টুর্নামেন্ট জয়ী দল হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল৷ চলতি বছর টুর্নামেন্টেও সেই জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে পর্তুগাল৷ এই টুর্নামেন্টে এফ গ্রুপটি হল পর্তুগাল৷