কেইরান্স (অস্ট্রেলিয়া), ১১ সেপ্টেম্বর: জীবনের শেষ ওয়ানডে ম্যাচটা আজ, রবিবার কেইরান্সে খেলতে নেমেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় নেমে ফিঞ্চ ১৩ বল খেলে ৫ রান করে আউট হয়ে গেলেন। ওপেনার ফিঞ্চকে ওয়ানডে ক্রিকেটে শেষবার আউট করলেন কিউই পেসার টিম সাউদি।
সাউদির বলে বোল্ড হলেন ফিঞ্চ। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই এই ওয়ানডে সিরিজ জিতে গিয়েছে। আজ ফিঞ্চরা জিতলে কিউইদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতবে ক্যাঙারু-রা। আরও পড়ুন-রঞ্জির পর দলীপ ট্রফিতেও অভিষেকে সেঞ্চুরি যশ ধুলের
দেখুন ফিঞ্চের আউটের ভিডিও
Thank you Finch.
17 ODI hundreds - 4th most by an Australian
He walks off to a standing ovation.pic.twitter.com/i2z42DZyxk
— Cricketopia (@CricketopiaCom) September 11, 2022
অস্ট্রেলিয়ান ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে ফিঞ্চ (১৭টি) হলেন চতুর্থ সর্বাধিক সেঞ্চুরির মালিক। ওয়ানডে থেকে অবসর নিলেও আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান নেতৃত্ব দেবেন ফিঞ্চ-ই।