2023 Men's FIH Hockey World Cup (Photo Credit: Doordarshan Sports/Twitter)

কবে কোথায় হবে হকি বিশ্বকাপ

২০২৩ সালের ১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ভুবনেশ্বর (Bhubaneswar) ও রাউরকেলায় (Rourkela) পুরুষ হকি বিশ্বকাপের (Men's Hockey World Cup) আসর বসবে। এটি হবে ভারতের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ভারত তিনবার যথাক্রমে ২০১৮,২০১০ এবং ১৯৮১-১৯৮২ সালে পুরুষ হকি বিশ্বকাপ আয়োজন করেছিল।

হকি বিশ্বকাপের দল

বিশ্বের সেরা ১৬টি দল ভারতের পূর্ব উপকূলে যাবে এই বিখ্যাত প্রতিযোগিতার জন্য। অস্ট্রেলিয়া (Australia), আর্জেন্টিনা (Argentina), ফ্রান্স (France), দক্ষিণ আফ্রিকা (South Africa), জার্মানি (Germany), বেলজিয়াম (Belgium), দক্ষিণ কোরিয়া (South Korea), জাপান (Japan), নেদারল্যান্ডস (Netherlands), নিউজিল্যান্ড (New Zealand), মালয়েশিয়া (Malaysia), চিলি (Chile), ইংল্যান্ড (England), স্পেন (Spain), ওয়েলস (Wales) এবং স্বাগতিক দেশ ভারত (India)।

হকি বিশ্বকাপের পুল

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

পুল এ (Pool A): অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা

পুল বি (Pool B): জার্মানি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, জাপান

পুল সি (Pool C): নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চিলি

পুল ডি (Pool D): ইংল্যান্ড, স্পেন, ওয়েলস, ভারত

হকি বিশ্বকাপের নিয়ম

গ্রুপ পর্বে প্রতিটি দল তাদের পুলে নির্বাচিত প্রতিটি দলকে একবার করে খেলবে। তিন ম্যাচের গ্রুপে প্রথম স্থান অধিকার করা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা দল ক্রসওভারে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে দলগুলো ক্রসওভার হারবে তারা ৯ থেকে ১৬ নম্বর পজিশনে ক্রসওভারে যাবে, আর যে দলগুলো ক্রসওভার জিতবে তারা কোয়ার্টার ফাইনালে যাবে। কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনাল এবং সেমিফাইনালের বিজয়ীরা চূড়ান্ত চ্যাম্পিয়নশিপ গেমে অগ্রসর হয়। সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর মধ্যে ব্রোঞ্জ পদকের প্লে-অফ অনুষ্ঠিত হবে।