জমজমাট মহিলাদের ফুটবল বিশ্বকাপ। (Photo Credits: Getty Images)

প্যারিস, ২৬ জুন: ফ্রান্সে চলা মহিলাদের ফুটবল বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালেই শেষ হল এশিয়ার দেশগুলির চ্য়ালেঞ্জ। প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের সঙ্গে লাতিন আমেরিকার চ্যালেঞ্জও শেষ হয়ে গিয়েছিল। মহিলাদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন আটটি দেশের মধ্যে সাতটিই ইউরোপের, বাকি দেশটি হল মহিলা ফুটবলের সুপার পাওয়ার আমেরিকা।

ঠিক যেমন গতবার রাশিয়ায় পুরুষদের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে সব দেশগুলিই ছিল ইউরোপের। এবারও তেমন ফ্রান্সে মহিলা ফুটবল বিশ্বকাপেও হতে পারে। আরও পড়ুন-

পুরুষদের ফুটবলের মত মহিলাদের ফুটবলে এশিয়া মোটেও পিছিয়ে থাকা দেশ নয়। ২০১১ ফিফা মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল এশিয়ার দেশ জাপান। জাপান গতবার বিশ্বকাপে রানার্সও হয়েছিল। কিন্তু ভাগ্যের হাতে মার খেয়ে চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে ম্যাচের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে হেরে বিদায় নিল জাপান। ডাচরা ২-১ গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার খেলবে ইটালির বিরুদ্ধে। যে ইটালি প্রি কোয়ার্টার ফাইনালে হারায় এশিয়ার আরেক দেশ চিনকে। ইটালি ২-০ গোলে চিনকে হারিয়ে এবার শেষ আটে উঠল।

স্পেনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতবারের চ্যাম্পিয়ন আমেরিকা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আয়োজক দেশ ফ্রান্সের বিরুদ্ধে। অপর কোয়ার্টারে ফাইনালে মুখোমুখি জার্মানি-সুইডেন। চলতি টুর্নামেন্টে ফর্মের বিচারে ফ্রান্স এগিয়ে রাখছেন অনেকে। যদিও খাতায় কলমে আমেরিকা বেশ শক্তিশালী।

কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল

২৭ জুন, রাত ১২.৩০টা

ইংল্যান্ড বনাম নরওয়ে

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

২৮ জুন, রাত ১২.৩০টা

ফ্রান্স বনাম আমেরিকা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল

২৯ জুন, , রাত ১২.৩০টা

ইতালি বনাম নেদারল্যান্ডস

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

২৯ জুন, রাত ২টো

জার্মানি বনাম সুইডেন