১৩২ তম ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Durand Cup 2023) এবার কোয়ার্টার ফাইনালের পথে। সোমবার লটারির মাধ্যমে কোন দল কার বিরুদ্ধে খেলবে এবং কবে খেলা গুলি অনুষ্ঠিত হবে, তা ঠিক করা হয়েছে।চলতি ডুরান্ডের নিয়ম মেনে ডুরান্ডে অংশগ্রহণকারী ২৪ টি দলের মধ্যে ৬ টি গ্রুপের সেরা ৬ টি দল এবং সব গ্রুপ মিলে ২ টি সেরা দল কোয়ার্টার ফাইনাল খেলবে। ছয় গ্রুপের শীর্ষস্থানীয় দল ইস্টবেঙ্গল , মুম্বই সিটি এফসি, গোকুলাম কেরালা এফসি, এফসি গোয়া ও চেন্নাইয়িন এফসি আগেই পৌঁছে গিয়েছিল শেষ আটে। পরবর্তীকালে গোল পার্থক্যে নর্থ ইস্ট ইউনাউটেড ও মোহনবাগান সুপার জায়ান্টস শেষ আটের যোগ্যতা অর্জন করে।
২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ ২০২৩-এর কোয়ার্টার ফাইনাল।১৩২ তম ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের নক-আউট পর্বের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। আমেরিকার নতুন নিয়ম এবার ডুরান্ডেও দেখা যাবে।কোনো ম্যাচ নির্ধারিত সময়ের শেষে ড্র হলে সেখানে আর অতিরিক্ত সময় খেলা হবে না। সরাসরি টাইব্রেকারের দিকে ম্যাচটিকে নিয়ে যাওয়া হবে। যার কারণে ডুরান্ড কাপের নক-আউট পর্বের ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
বাংলার ফুটবলপ্রেমীরা ভেবেছিলেন ইস্ট- মোহনের ফের ডার্বি দেখা যেতে পারে ডুরান্ডে। কিন্তু লটারির বিচারে ইস্টবেঙ্গল এফসি (Eastbengal FC) এবং মোহনবাগান সুপার জায়েন্ট (Mohunbagan Super Giant) দুটি দলই ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে। ২৫ আগষ্ট রয়েছে ইস্টবেঙ্গল এফসির খেলা, প্রতিপক্ষ হিসাবে মাঠে নামবে গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। খেলাটি হবে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অন্যদিকে ২৭ আগষ্ট রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC) কোয়ার্টার ফাইনাল। এদিনও ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়। ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট দুটি দলই যদি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে, তবেই ডুরান্ডে ফের ডার্বি দেখতে পাবেন ভক্তরা।
After the fierce battle over the past few days, here's presenting the eight teams who have qualified for the quarter finals of the #132ndEditionofDurandCup#IndianOilDurandCupPoweredbyCoalIndia #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #QuarterFinals pic.twitter.com/4UgWja8a8x
— Durand Cup (@thedurandcup) August 21, 2023