Ankita Bhakat and Dhiraj Bommadevara

ক্রমাগত ব্যর্থতা ঝেরে প্যারিস অলিম্পিকে ঘুরে দাঁড়ালেন ভারতীয় তিরন্দাজরা। মিক্সড (পুরষ ও মহিলা মিলিয়ে) দলগত বিভাগের সেমিফাইনালে উঠল ভারত। স্পেনকে কোয়ার্টার ফাইনালে ৫-৩ হারিয়ে পদক থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে দাঁড়িয়ে অঙ্কিতা ভগত ও ধীরাজ বোম্বাদেবারা জুটি। এর আগে কোনও অলিম্পিকে ভারত তিরন্দাজিতে পদকের এত কাছে যেতে পারেননি।  সেমিফাইনালে ভারতের সামনে মহাশক্তিশালী দক্ষিণ কোরিয়া। তবে সেমিফাইনালে হেরে গেলে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ থাকছেন ধীরাজ-অঙ্কিতাদের সামনে। স্পেনের আগে প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে হারান অঙ্কিতা-ধীরাজরা।

কোয়ার্টার ফাইনালে ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা নেন ধীরাজ। স্নায়ুর চাপে পড়ে অঙ্কিতা কিছুটা লক্ষ্যচ্যুত হলেও পরপর তিনটি পারফেক্ট টেন শট মেরে ধীরাজ দেশকে তিরন্দাজিতে ঐতিহাসিক পদকের কাছে নিয়ে গেলেন।

দেখুন খবরটি

এদিকে, পুরুষদের হকিতে বড় সাফল্য পেল ভারত। গ্রুপের শেষ ম্যাচে বরাবরের শক্ত গাঁট অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে দিলেন হরমনপ্রীতরা।  গ্রুপে তিনটি জয়, একটা ড্র ও একটিতে হেরে ১০ পয়েন্ট সংগ্রহ করে শেষ করল ভারতীয় হকি দল। এবার কোয়ার্টার ফাইনালে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে নামবেন হরমনপ্রীতরা। বেলজিয়ামের কাছে হারলেও দারুণ লড়েছিলেন হরমনপ্রীতরা।