Israel: রাশিয়া (Russia)-র মত ইজরায়েলকেও সব ধরনের আন্তর্জাতিক খেলার আসর থেকে নিষিদ্ধ করার দাবি জানাল স্পেন (Spain)। গাজায় অমানবিক আগ্রাসন, একপক্ষ যুদ্ধের কারণে ইজরায়েলকে অলিম্পিক, বিশ্বকাপ সহ সব ধরনের স্পোর্টস ইভেন্টে ব্যান করা হোক, এমন দাবিই জানালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ (PM Pedro Sanchez)। গাজায় হাজার হাজার শিশু, মহিলাদের মৃত্য়ু, অনাহার নিয়ে ইজরায়েলকে তোপ দাগলেন স্পেনের প্রধানমন্ত্রী। গতকালই স্পেনে একটি বড়মাপের সাইক্লিং রেস চলাকালীন প্রো-প্যালেস্টাইন সমর্থকদের প্রতিবাদের কারণে বন্ধ করতে বাধ্য হয়। বিশ্বের অন্যতম বড় এই সাইক্লিং প্রতিযোগিতা রাজনৈতিক প্রতিবাদের কারণে স্থগিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রীড়া জগতে বড় ধাক্কা দিয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী সাঞ্চেজ ইজরায়েলকে খেলার দুনিয়া থেকে ব্যান করার কথা বলে বিতর্ক তৈরি করলেন।
প্রসঙ্গত, ইউক্রেনে আগ্রাসন, যুদ্ধের পর থেকে রাশিয়াকে অলিম্পিক, বিশ্বকাপ সহ সব ধঝরনের আন্তর্জাতিক আসর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উইম্বলডন সহ টেনিসের গ্র্যান্ডাস্লাম, অলিম্পিকে রুশ খেলোয়াড়রা দেশের পতাকা ও নাম ব্যবহার করতে পারেন না। স্পেনের প্রধানমন্ত্রীর দাবি, একই কারণে কী করে ইজরায়েল সব খেলার আসরে অংশ নিচ্ছে। গাজায় ৫০ হাজার মানুষের মৃত্য়ুর পিছনে সরাসরি দায়ি ইজরায়েল। তাই যুদ্ধপরাধের কারণেই স্পোর্টিং স্পিরিট বজায় রাখতে নেতানিয়াহুর দেশকে ব্যান করা হোক।
দেখুন খবরটি
🇪🇸 Spanish Prime Minister has called for Israel to be barred from international sport over the Gaza war, after pro-Palestinian protesters forced one of the biggest cycling races to be abandoned.
➡️ https://t.co/20WLJ3wQCk pic.twitter.com/SP3bQrhF8A
— AFP News Agency (@AFP) September 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)