নজিরবিহীন আর্থিক সঙ্কটের বিরুদ্ধে দেশজুড়ে বড় ক্ষোভ রুখতে শ্রীলঙ্কা শুরু হয়েছে ৩৫ ঘণ্টার কার্ফু। রবিবার, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো একেবারে শুনশান। দোকান, বাজার সব বন্ধ। রাস্তায় পুলিশ, সেনাবাহিনীরা কর্মীরা ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। দেশে জ্বালানি তেলের জোগান শেষ হয়ে গিয়েছে। ফলে শ্রীলঙ্কার কোথাও প্রায় কোনও গাড়ি, বাইক, স্কুটার, বাস চলছে না।

এমনকী খরচ বাঁচাতে ১২ ঘণ্টার লোডশেডিংও করা হয়েছে। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ফেসবুক, টুইটার সহ  যাবতীয় সোশ্যাল মিডিয়া বন্ধ করা দেওয়া হয়েছে। ফলে শ্রীলঙ্কার ভিতর এখন ঠিক কী চলছে তা বোঝা যাচ্ছে না। আরও পড়ুন: চিনে মারাত্মক আকার নিয়েছে করোনা সংক্রমণ, রবিবার নতুন করে আক্রান্ত ১৩ হাজারের বেশি

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)