COVID 19 In China (Photo Credit: Twitter)

বেজিং, ৩ এপ্রিল: মারাত্মক আকার নিয়েছে চিনে (China) করোনা সংক্রমণ (Covid-19)। রবিবার দেশটিতে ১৩ হাজার ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। দেশটির স্বাস্থ্য কমিশন (National Health Commission) জানিয়েছে, ওমিক্রন প্রজাতি (Omicron) এক ডজনেরও বেশি প্রদেশে ছড়িয়ে পড়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশন একটি বিবৃতিতে বলেছে, "১ হাজার ৪৫৫ জনের উপসর্গ রয়েছে। ১১ হাজার ৬৯১ জনের কোনও উপসর্গ দেখা যায়নি। নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।"

চিনের আর্থিক হাব শাংহাইয়ে (Shanghai) কোভিড সংক্রমণ সবচেয়ে মারাত্মক আকার নিয়েছে। প্রায় ২৫ মিলিয়ন মানুষকে গৃহবন্দি থাকতে বলা হয়েছে। রবিবার পর্যন্ত সাংহাইয়ে প্রায় ৮ হাজার ২০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা দেশব্যাপী মোট সংক্রমণের প্রায় ৭০ শতাংশ। আরও পড়ুন: Chinese Rocket Re-enters Earth: পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ চিনা রকেটর, ভারতের আকাশে আলোর ছটা

স্থানীয় প্রশাসনের চাপানো বিধিনিষেধের জেরে নানা সমস্যায় পড়ছেন বাসিন্দারা। পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। শহরের কিছু ডিপো বন্ধ হয়ে গিয়েছে এবং লকডাউনের কারণে যান পণ্যবাহী যান চলাচলেও প্রভাব পড়েছে। লকডাউনের কারণে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। কারণ প্রাথমিকভাবে চারদিনের জন্য লকডাউন জারি করা হয়েছিল। তবে এখন পরবর্তী সপ্তাহ পর্যন্ত বা তার বেশি সময় ধরে লকডাউন জারি থাকতে পারে।