হামাস নিধনে বদ্ধপরিকর ইজরায়েল। হামাসকে  পৃথিবী থেকে মুছে দেওয়া হবে বলে সম্প্রতি হুঙ্কার দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস নিধনে গাজায় যেমন পরপর হামলা শুরু করেছে ইজরায়েল, তেমনি সীমান্তে দাঁড়িয়ে একের পর এক ট্যাঙ্কার। ইজরায়েলি সেনা বাহিনী ট্যাঙ্কর নিয়ে গাজা সীমান্তে অপেক্ষারত। যে কোনও সময় ইজরায়েলি সেনা গাজায় প্রবেশ করে, হামলা শুরু করতে পারে। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। এদিকে গাজায় পরপর হামলা চালালেও, ইজরায়েলকে যাতে যুদ্ধে ইন্ধন দেওয়া না হয়, সে বিষয়ে মত প্রকাশ করে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি বলেন, ইজরায়েলের নিজেকে রক্ষার অধিকার আছে কিন্তু সাধারণ মানুষকে আঘাত না করে। হামাসের হিংসার শিকার প্যালেস্তিনীয়রা। তাই ইজরায়েলকে যাকে কেউ যুদেধে উদবুদ্ধ না করে, সে বিষয়ে মত প্রকাশ করেন আমেরিকার স্টেট সেক্রেটারি।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)