হামাসের হামলার কড়া নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়ান ঋষ সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী তেল আভিভে গেলে, তাঁর সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, তাঁরা যে লড়াই শুরু করেছে, তা সভ্য সমাজকে রক্ষা করতে। সুতরাং গোটা সভ্য সমাজের এই লড়াই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমানে তাঁরা সবেচেয়ে অন্ধকার সময়ে রয়েছে। গোটা বিশ্বের কাছে এই সময় অত্যন্ত অন্ধকার। এই অন্ধকার সময়ের সঙ্গে লড়াই করতে, প্রত্যেককে জোটবদ্ধ হতে হবে। জোটবদ্ধ হয়ে এই অন্ধকার সময়ের মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। গত বুধবার ইজরায়েলে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েল ছাড়ার পর সেখানে হাজির হন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সনুক।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)