টুইটারে সোর্স কোড ফাঁস অনলাইনে। ইন্টারনেট হোস্টিং সংস্থা গিটহাবে ফাঁস হয়ে যায় টুইটারের বেশ কিছু সোর্স কোড। তবে ফাঁস হওয়ার বেশ কিছুক্ষনের মধ্যেই সেটিকে নামিয়ে ফেলা হয় গিটহাব থেকে। তবে ওপেন সোর্সটি কতক্ষন অনলাইনে ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। সোর্স কোড ফাঁস হওয়ার কথা স্বীকার করেছে টুইটার কতৃপক্ষ এবং গিটহাবকে কপিরাইট নোটিশ পাঠানো হয়েছে।
এর পাশাপাশি আদালতে মামলার মাধ্যমে গিটহাবের কাছে অভিযুক্তদের নাম চেয়ে পাঠানো হয়েছে যারা এই ওপেন সোর্সকে শেয়ার এবং ডাউনলোড করেছে।
গত মাসেই মাস্ক টুইটারের অ্যালগরিদমকে ওপেন সোর্স করে দেওয়ার কথা জানিয়েছিলেন। এছাডা় আগামী দিনগুলিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জনগনের মতামতকে পরিবর্তন করা সংক্রান্ত কাজগুলিকে নির্ধারিত করা এবং সেগুলিকে তুলে ধরে সংশোধন করার কাজ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
অনেক ক্ষেত্রেই সোর্স কোড প্রকাশ হয়ে যাওয়া নিয়ে ভয়ে থাকে অনেক সংস্থা। কেননা তাদের ওই সোর্স কোডকে ব্যবহার করে প্রতিপক্ষ অনেক সময় সংস্থাকে বিপদে ফেলে দেয় বা প্রযুক্তিগত ভাবে এগিয়ে যায়।
#Twitter admitted that parts of its source code were leaked online on #GitHub, and has sent a copyright infringement notice to the open-source coding collaboration platform, the media reported. pic.twitter.com/ztHHiyNtQJ
— IANS (@ians_india) March 27, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)