নয়াদিল্লিঃ অস্ত্রোপচারের নামে রোগীর শরীর থেকে কিডনি(Kideny) খুলে নেওয়ার অভিযোগ হাসপাতালের(Hospital) বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগটি উঠেছে মিরাটের(Meerut) কেএমসি হাসপাতালের(KMC Hospital) বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ২০১৭ সালের। অভিযোগটি এনেছেন কবিতা দেবী নামে ৪৩ বছরের এক মহিলা। তিনি জানান, ২০১৭ সালে শারীরিক কিছু সমস্যা নিয়ে মিরাটের ওই হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় তাঁকে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ২০২২ সালে অন্য এক চিকিৎসকের কাছে যান তিনি। সেই চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান কবিতা দেবীর একটি কিডনি নেই।
মিরাটের হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
এরপর কেএমসি হাসপাতালে অভিযোগ জানালে গোটা বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্টে ওই মহিলাকে সমস্ত মেডিক্যাল রেকর্ড নষ্ট করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় ওই হাসপাতালের তরফে, এমনটাই অভিযোগ এনেছেন কবিতা। এরপরই আইনের দ্বারস্থ হন কবিতা দেবী। কেএমসি হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। কবিতা দেবীর আইনজীবী জানান, ওই হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তাঁর মক্কেলকে। বর্তমানে বিচারাধীন এই মামলা।