প্রকাশ্যে এল জ্যোমাটোর (Zomato) নয়া বিজ্ঞাপন (Zomato’s New Ad Features)। যেখানে শাহরুখ খান, জসপ্রীত বুমরাহ, এ আর রহমান এবং মেরি কমকে দেখা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রের গুণীদের নিয়ে নয়া বিজ্ঞাপন প্রকাশ করেছে জ্যোমাটো। কঠিন পরিশ্রম না করলে যে সফলতার দেখা মেলে না, তা এই বিজ্ঞাপন থেকে আবার স্পষ্ট করে দেওয়া হয়। রাতবিরেতে উঠে শ্য়ুটিং কিংবা জিম অথবা অনুশীলন, কোথায় নিয়ে গিয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah), তা মনে করিয়ে দিচ্ছে এই বিজ্ঞাপন। সবার যখন মাঝ রাত, তখন এই তারকারা বিছানা ছেড়ে উঠে নিজেদের অনুশীলন সেরে ফেলেন। তবেই তাঁরা আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন, এমন কথাও শোনা যাচ্ছে জ্যোমাটোর এই নয়া বিজ্ঞাপনে। সোশ্যাল হ্যান্ডেলে জ্যোমাটোর বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তা নিয়ে নান জনের নানা মত প্রকাশ্যে আসতে শুরু করে। কেউ বলেন, কঠোর পরিশ্রম না করলে, কোনওদিন সাফল্য আসে না। আবার কেউ বলতে শুরু করেন, ছোলে ভাটুরে বিক্রির জন্য এত পরিশ্রম? সবকিছু মিলিয়ে জ্যোমাটোর বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।
দেখুন জ্যোমাটোর কোন বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়...
Hunger can take you places @iamsrk @MangteC @arrahman @Jaspritbumrah93 pic.twitter.com/jYR7VKoLYa
— zomato (@zomato) July 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)