দেরিতে অর্ডার আসায় এবার ডেলিভারি এজেন্টকে (Zomato Delivery Agent) মারধর করা হল। রবিবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে আসে। বেঙ্গালুরুর শোভা থিয়েটারের সামনে এক ডেলিভারি এজেন্টকে ধরে মারধর শুরু করে এক ব্যক্তি। পরে মারধারকারীর সঙ্গে যোগ দেয় তার বন্ধুরা। যা দেখে আশপাশের লোকজন অবাক হয়ে যায়।
শোভা থিয়েটারের সামনে রবিবার এক ডেলিভারি এজেন্ট হাজির হলে, তাঁর সঙ্গে ওই ব্য়ক্তির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির জেরে ওই ডেলিভারি এজেন্টকে মারধর শুরু করে ওই ব্যক্তি। সামনে পড়ে থাকা একটি প্লাস্টিকের কন্টেনার তুলে ডেলিভারি এজেন্টের মাথায় বাড়ি মারে ওই ব্যক্তি। তারপর এক নাগাড়ে জোম্যাটোর ওই ডেলিভারি এজেন্টকে মারধর করা হয়।
প্রথম ব্যক্তিকে মারধর করতে দেখে, তার বন্দুরাও একে একে হাজির হয় এবং চেয়ার তুলে ওই ডেলিভারি এজেন্টকে আঘাত শুরু করে।
দেখুন ডেলিভারি এজেন্টকে কীভাবে মারধর করা হল...
On Camera, Bengaluru Zomato Delivery Agent Thrashed For Delayed Orderhttps://t.co/7OBrCGMYbg pic.twitter.com/D2U69jh4d5
— NDTV (@ndtv) September 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)