ভারতীয় রেলে (Indain Railway) সাধারণ রেল পরিষেবার পরিকাঠামো আরও একবার প্রশ্নের মুখে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলের খারাপ অবস্থা নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেসের (Jabalpur Nizamuddin Express) আপার বার্থ এক ব্যক্তি শুয়ে আছেন। আর চলন্ত ট্রেনের ওপর থেকে ঠিক যেন ঝর্ণার গতিতে জল পড়ছে সেই ব্যক্তির গায়ে। ট্রেনের এক যাত্রী সেই ভিডিয়োটি তার ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিয়োটি পুরোটা দেখলে মনে হবে বাড়ির শাওয়ারের তলায় কেউ শুয়ে আছেন।

এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেল পরিষেবা নিয়ে মিম শুরু হয়েছে। ট্রেনে চড়লে ভারতীয় রেল বিনামূল্যে ঝর্ণা স্নানের অফার দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করতে থাকেন। এই ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে তীব্র কটাক্ষ করে কংগ্রেস। ট্রেনে এখন ঝর্ণার সুবিধা মিলছে বলে কটাক্ষ করা হয় কংগ্রেস পক্ষ থেকে

এদিনেই, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটিতে থেমে যায় বন্দে ভারতের চাকা। সোমবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়া জেলার ভরথানা স্টেশন থেকে কিছুটা দূরে হঠাৎ থমকে যায় দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির জেরে ট্রেন (Vande Bharat Express Technical Glitch) থেমে যাওয়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বন্ধ হয়ে যায় এক্সপ্রেসের এসি।

দেখুন জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেসের ছাদ থেকে জল পড়ার ভিডিয়ো

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)