SIR Reaction: বিহারের পর এবার পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্যে হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এবার এসআইআরের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অধীর চৌধুরী বললেন, "নির্বাচন কমিশনকে কোনও ভারতীয় নাগরিকের ভোটাধিকার কাড়তে দেবো না।"বিহারে SIR ও ভোটার তালিকায় গরমলি নিয়েও প্রশ্ন তোলেন অধীর। দিল্লি কংগ্রেস নেতারাও SIR-এর পিছনে বিজেপির চক্রান্ত দেখছেন।

দেখুন কী বললেন অধীর রঞ্জন চৌধুরী

সিপিআইএম নেতা কে বালাকৃষ্ণণনও এসআইআর নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন। সিপিএম নেতার দাবি, "এসআইআর বিহারে করার পর বিভিন্ন অনিয়ম ও গরমিলের অভিযোগ উঠেছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এখনও শীর্ষ আদালাত এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আদালত বলে দেবে আদেও এসআইআরের প্রয়োজন আছে কি না। কিন্তু তার আগেই ওরা বাংলা, তামিলনাড়ু সহ ১১টি রাজ্যে এসআইআর চালু করে দিল। তাহলে বোঝাই যাচ্ছে ওরা সুপ্রিম কোর্টকেও শ্রদ্ধা জানায় না।"

দেখুন এসআইআর নিয়ে বললেন সিপিআইএম নেতা

এসআইআর নিয়ে রণনীতি ঠিক করতে ডিএমকে ও কংগ্রেসের নেতৃত্বে এদিন বৈঠকে বসে রাজ্যের ক্ষমতাসীন দলগুলি। এই বৈঠকে হাজির ছিল সিপিআইএম সহ বামদলগুলিও।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)