Bihar Elections 2025: ভোট দিচ্ছেন মাত্র বছর তিনেক হল। তারই মধ্যে একেবারে বিধানসভায় প্রার্থী! এমনটাই হল কংগ্রেসের ২১ বছরের নেতা নবীন কুমারের ক্ষেত্রে। সীতামাহরি জেলার বাথনাহা থেকে লড়ছেন ২১ বছরের নবীন কুমার। তিনিই বিহারের সর্বকনিষ্ঠ প্রার্থী (Bihar's Youngest Legislative Candidate)। চুল না পাকলে রাজনীতি করা যায় না, এই মিথ ভেঙে ভালই দৌড়চ্ছেন নবীন। নামের মতই তিনি রাজনীতিতে নবীন হতে পারেন, তবে কাজের বিচারে বাকিদের টেক্কা দেন। বিহারের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটেরাহুল গান্ধীর আদর্শেই তার রাজনীতিতে আসা বলে জানিয়েছেন নবীন। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী এই কেন্দ্রের বিধায়ক অনিল কুমার। ৩৭ বছরের অনিলকে হারাতে এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে চাকরি আর রোজগারের কথা বলছেন ২১ বছরের এই কংগ্রেস প্রার্থী। জেলার কাউন্সিল সদস্য হিসাবে ভাল কাজ করার পর দলের সুনজরে আসেন তারপর কঠিন কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করা. দল। গতবার এই আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ৫৪ শতাংশ ভোট পেয়ে একতরফা জয় পেয়েছিলেন। গত তিনটি বিধানসভা ভোটে এখান থেকে জিতে আসছে বিজেপিই। কংগ্রেস এখানে শেষবার জেতে ১৯৮৫ সালে।
ভোটপ্রচারে ২১ বছরের কংগ্রেস প্রার্থী
नवीन कुमार बिहार के सबसे कम उम्र के विधायक प्रत्याशी। सिर्फ़ 21 साल में बने जिला परिषद सदस्य, अब कांग्रेस के टिकट पर बथनाहा से लड़ रहे हैं चुनाव pic.twitter.com/ogx53reFLG
— Lutyens Media (@LutyensMediaIN) October 31, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)