শ্রীনগর, ১৪ এপ্রিল: কংগ্রেসে থেকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন্দ্রে বড় মন্ত্রকও পেয়েছেন, তবু দলের খারাপ সময়ে হাত ছেড়ে নিজের দল গড়েছিলেন। কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছিলেন গুলাম নবি আজাদ (Gulam Nabi Azad)। কংগ্রেস প্রাক্তন নেতা গুলাম নবি আজাদ নিজের দলের নাম রেখেছিলেন 'গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টি'(DAP)। কংগ্রেস ও বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে লোকসভা ও জম্মু-কাশ্মীর নির্বাচনে লড়েছিল আজাদের দল। কিন্তু ভোটে একেবারে ভরাডুবি হয় আজাদের। মূলত কংগ্রেস, এনসি জোটকে আঘাত করার লক্ষ্যে নেমে বেশীরভাগ জায়গাতেই জামানত জব্দ হয় আজাদ পার্টির। তবে কংগ্রেস-এনসি জোটের ওমর আবুদল্লা-র নতুন সরকার প্রতিষ্ঠার মাস ছয়েক বাদে নড়েচড়ে বসলেন গুলাম নবি আজাদ।
দলের সব ইউনিট ভাঙলেন আজাদ
৭৬ বছরের গুলাম নবি রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হতে নিজের দলের সংগঠন ঢেলে সাজাতে নামলেন। এক সঙ্গে দলের সব ইউনিট ভেঙে নতুন করা গড়ার পরিকল্পনার কথা জাানলেন। DAP-দলের রাজ্য, জেলা, ব্লক, গ্রাম সহ সব ইউনিট ভেঙে দিলেন। দলের রাজ্য সভাপতি জেলা সভাপতি, ব্লক সভাপতি, মুখপাত্রদের সরিয়ে দিলেন DPAP চেয়ারম্যান আজাদ। একটা সময় জল্পনা ছিল আজাদ হয়তো বিজেপিতেই যোগ দিতে পারেন। কিন্তু সেসব জল্পনা মুছে আজাদ পরে নিজের দল খোলেন। তবে বিজেপির থেকে তার পুরনো দল কংগ্রেসকে আজাদ অনেক বেশী আক্রমণ করেন।
আজাদের সিদ্ধান্ত
Former Chief Minister and Chairman of #DemocraticAzadParty (DAP), Ghulam Nabi Azad on Monday dissolved all state, province, district and block level committees of his party.
Bashir Arif, secretary to #GulamNabiAzad, said the DAP chairman has dissolved all state, province,… pic.twitter.com/Ir5Pcmqdyd
— The Statesman (@TheStatesmanLtd) April 14, 2025
আজাদের রাজনৈতিক কেরিয়ার
2005-2008 পর্যন্ত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি আজাদ। মনমোহন সিং আমলে দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৪-২০২১ রাজ্যসভায় বিরোধী দলনেতা ছিলেন। ৫০ বছর কংগ্রেস করার পর দল ছেড়েছিলেন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)