'বাংলাদেশিরা ভারতে বসবাস করতে পারেন ('Bangladeshis Can Stay In India')। পৃথিবীটা অনেক বড়। তাই বাংলাদেশি মানুষ যদি ভারতে থাকেন, তাহলে কারও কোনও অসুবিধা হওয়ার কথা নয়।' অসমে গিয়ে এমনই মন্তব্য করেন সায়েদা হামিদ (Syeda Hameed)।

অসমে গিয়ে বাংলাদেশিদের নিয়ে সওয়াল করেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য তথা মনমোহন সিং সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য সায়েদা হামিদ। যিনি কংগ্রেস নেত্রী সোনিয়ার গান্ধীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

সায়েদা হামিদের ওই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়ে যায়। শুধু তাই নয়, এবার সায়েদা হামিদকে দেখে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু সেনা-সহ একাধিক সংগঠন। হিন্দু সেনা-সহ একাধিক সংগঠনের সদস্য়রা হাজির হয়ে সায়েদা হামিদের বিরুদ্ধে যেমন স্লোগান দিতে শুরু করেন, তেমনি 'ভারত মাতা কী জয়' স্লোগানও ওঠে তাঁদের মুখে। সবকিছু মিলিয়ে সায়েদা হামিদের বাংলাদেশি বক্তব্যের জেরে জোরদার শোরগোল শুরু হয়।

প্রসঙ্গত গোটা দেশ জুড়ে অবৈধ বেআইনি বাংলাদেশিদের (Illegal Bangladeshi) বিতাড়নের কাজ শুরু হয়েছে। অবৈধ বাংলাদেশি  নাগরিকরা কোনওভাবে ভারতে থাকতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ফলে দিল্লি থেকে অসম, একাধিক রাজ্য থেকে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সনাক্ত করে তাঁদের সরানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Bangladeshis In India: 'বাংলাদেশিরা ভারতে থাকতে পারেন?' সোনিয়া ঘনিষ্ঠের মন্তব্য ঘিরে জোরগোল, রেগে আগুন বিজেপি

শুনুন সায়েদা হামিদের সেই বক্তব্য...

 

সয়েদা হামিদের বিরুদ্ধে ুররু হয় বিক্ষোভ...

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)