Illegal Migrants (Photo Credit: ANI/X)

গুয়াহাটি, ২৫ অগাস্ট: বাংলাদেশিরা (Bangladeshi) ভারতে (India)  থাকতে পারে। বাংলাদেশিদের নিয়ে সওয়াল করলেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য তথা মনমোহন সিং সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য সায়েদা হামিদ। বাংলাদেশি নাগরিকদের ভারতে বসবাস নিয়ে সমর্থন যখনই করেন সায়েদা হামিদ, তা নিয়ে জোরদার আক্রমণ করা হয় বিজেপির (BJP) তরফে।

কেন্দ্রীয় মন্ত্রী তথায় বিজেপি সাংসদ কিরণ রিজিজু বলেন, সায়েদা হামিদ যা বললেন বাংলাদেশিদের ভারতে বসবাস নিয়ে, তা পুরোপুরি বিভ্রান্তিকর।

সম্প্রতি অসমে (Assam) যান সায়েদা হামিদ। সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ এই নেত্রী বলেন, বাংলাদেশিরা ভারতে বসবাস করতেই পারেন। তাতে কোনও সন্দেহ নেই। বাংলাদেশিরাও মানুষ। তাই তাঁরাও ভারতে থাকতে পারেন। তাঁদের ভারতে বসবাস করা থেকে বঞ্ছিত করা উচিত নয়। পৃথিবীটা অনেক বড়। তাই বাংলাদেশিরা ভারতে থাকতে পারেন বলে মন্তব্য করেন সায়েদা হামিদ। কংগ্রেসের ওই নেত্রীর মন্তব্য ঘিরে জোর শোরগোল শুরু হয়। বিজেপির তরফেও করা হয় চূড়ান্ত কটাক্ষ।

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সায়েদা হামিদ যা বলেছেন, তা বিভ্রান্তিকর। মানুষ্যত্বের নাম করে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। এটা আমাদের দেশ, আমাদের পরিচয়। মানবতার নামে কেন তাহলে বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করা হয় বলে প্রশ্ন তোলেন রিজিজু। বাংলাদেশ এবং পাকিস্তানে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর কেন হামলা চালানো হয় বলেও প্রশ্ন তোলেন কিরণ রিজিজু।

রিজিজু আরও বলেন, সায়েদা হামিদ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হতেই পারেন। তাই বলে তিনি অনুপ্রবেশকারী দের এভাবে সমর্থন করতে পারেন না।

সম্প্রতি অসম থেকে বাংলাদেশি তাড়ানোর কাজ শুরু হয়েছে জোর কদমে। বাংলাদেশিদের কোনওভাবে অসমে থাকতে দেওয়া হবে না বলে জানানো হয় হিমন্ত বিশ্বশর্মার সরকারের তরফে। ফলে বাংলাদেশি বিতাড়নের জন্য অসম সরকার যে তোড়জোড় শুরু করে, তার প্রেক্ষিতেই ওই ধরনের মন্তব্য করতে শোনা যায় সায়েদা হামিদকে।