কলকাতা: আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল নেতাকর্মীরা। ভিনরাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষী লোকদের (Bengali-Speaking People) হেনস্তা করার অভিযোগে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এই বিষয়ে সরব হয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেমন ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র এবং অনান্য কয়েকটি রাজ্যে বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে, এমনকি তাঁদের আটক করা হচ্ছে  ও দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টও ওড়িশায় ২০০-এর বেশি বাংলাভাষী অভিবাসী শ্রমিককে আটকের ঘটনায় হস্তক্ষেপ করেছে এবং মৌলিক অধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন: CM Mamata Banerjee: বৃষ্টি মাথায় ভিনরাজ্যের বাঙালি হেনস্থার বিরুদ্ধে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিয়ো

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী লোকদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি সকল বাংলাভাষী লোককে বাংলাদেশী রোহিঙ্গা বলে, রোহিঙ্গারা মায়ানমারে বাস করে। এখানে, পশ্চিমবঙ্গের সকল নাগরিকের যথাযথ পরিচয়পত্র রয়েছে। বাংলার বাইরে যাওয়া শ্রমিকরা নিজেরাই যায়নি, তাঁদের দক্ষতার কারণে তাঁদের নিয়োগ করা হয়েছে, যারা বাংলা বলতে পারে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। কেন? পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়?’

রাজপথে প্রতিবাদ মিছিলে বিশাল জনসমাবেশে ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)