Photo Credits: Twitter@bstvlive

রামপুর: যে কোনও অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচি করার বিষয়টি আজকের দিনে যেন একটা ট্রেন্ড হয়ে উঠেছে। মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় নাচের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। যা দেখে বেশ মজাই পান নেটিজনরা। তবে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল (viral video) হয়েছে যা দেখে আনন্দ বা মজা না পেয়ে দুঃখই পাচ্ছেন অনেক মানুষ। মদ্যপ হলেও নাচতে নাচতে (dancing) এক যুবকের হার্ট অ্যাটাকে (heart attack) মৃত্যুর (death) ঘটনার ভিডিয়োটি (video) দেখে চোখে জল এসেছে তাঁদের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটোয়া (Etah) জেলার রাজা কী রামপুর শহরের (Rampur town) শাহাজাহানপুর থানার (Shahjahanpur police station) কল্যাণ (Kalan) এলাকার বাসিন্দা ওই যুবকের (Youth) মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির মোবাইল ক্যামেরায় (mobile camera) তোলা ওই ভিডিয়োটি দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে কয়েকজন মানুষ নাচ করছে। তাদের মধ্যে কয়েকজনকে দেখে মদ্যপ বলে মনে হচ্ছে। মৃত যুবকটিকেও দেখা যাচ্ছে অদ্ভুত কায়দা নাচ করতে করতে প্রথমে মাটিতে শুয়ে পড়তে। মাটিতে শুয়ে শুয়েই নাচতে। তারপর দেখা যায় নাচতে নাচতে আচমকা মাটিতে মাথা ঠেকিয়ে তাকে শুয়ে পড়তে। আশেপাশে থাকা মানুষরা তখনও কিছু বুঝতে না পেরে নেচে যাচ্ছে। পরে কয়েকজন বিষয়টি বুঝতে পেরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা চিকিৎসকরা। আরও পড়ুন: Heartbreaking Video: মৃত সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা মা হাতির, চোখে জল আনা ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: