World’s Loneliest Elephant: পৃথিবীর 'সবচেয়ে নিঃসঙ্গ' হাতিকে ইসলামাবাদ থেকে কম্বোডিয়া পাঠানোর দায়িত্ব নিলেন মার্কিন পপ গায়িকা শের
'সবচেয়ে নিঃসঙ্গ' হাতি কাভান ও মার্কিন পপ গায়িকা শের (Photo Credits: YouTube, Twitter)

অবশেষে মুক্তি পাচ্ছে পৃথিবীর 'সবচেয়ে নিঃসঙ্গ' হাতি কাভান (Kaavan)। ইসলামাবাদের (Islamabad) চিড়িয়াখানা থেকে কম্বোডিয়ার অভয়ারণ্যতে পাড়ি দেবে কাভান। মার্কিন পপ গায়িকা শেরিলিন সার্কিসিয়ান ওরফে শের-র উদ্যোগেই সম্ভব হচ্ছে সমস্ত কিছু। কাভানের ইসলামাবাদ থেকে কম্বোডিয়ার যাবতীয় খরচ বহন করবেন শের।

রবিবারই কম্বোডিয়ার অভয়ারণ্যে পাঠানো হবে কাভানকে। এবিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে আলোচনা করেন পপ গায়িকা। একসময় কাভানের জন্য প্রচার চালিয়েছিলেন পপ গায়িকা শের। তাঁর মুক্তির জন্যও সরব হয়েছিলেন তিনি। অবশেষে ৩৫ বছর পর মুক্তি পাবে হাতিটি। আরও পড়ুন, কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত ইসিএলের এরিয়া সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়

পাকিস্তানের যে চিড়িয়াখানাটিতে কাভান ছিল হাইকোর্টের নির্দেশ তা বন্ধ করতে হবে। খুবই শোচনীয় অবস্থা চিড়িয়াখানাটির। এই অবস্থা থেকে হাতিটিকে মুক্ত করার কাজে বিশ্বজুড়ে অনেক পশু অধিকার কর্মী ও সেলিব্রিটি কাজ করেন। যার মধ্যে একজন জনপ্রিয় মার্কিন গায়িকা শের। ২০১২ সালে সঙ্গীকে হারিয়ে কাভান একদমই নিঃসঙ্গ হয়ে পড়ে। দীর্ঘদিন এই অবস্থায় থাকার কারণে হাতিটির মধ্যে বিভিন্ন সমস্যাও দেখা যায়। মানসিক নিঃসঙ্গতার পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে তাঁর। তবে তাকে কম্বোডিয়া নিয়ে যেতে কোনও বলেই জানানো হয়।